বাচড়া গ্রাম পোরজনা ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

বাচড়া গ্রাম পোরজনা ইউনিয়ন

আমার গ্রামের নাম বাচড়া। আমাদের গ্রামটি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ৬ং পোরজনা ইউনিয়নের ৭ং ওয়াডে অবস্থিত। পোরজনা বাজার থেকে আমাদের গ্রামের প্রবেশ পথ দুটি।আমাদের গ্রামের দৈর্ঘ প্রায় ৪ কিলোমিটার এবং প্রস্থ ৩ কিলোমিটা।

আমাদের গ্রামের পূর্ব পাশ দিয়ে হুরা সাগর নদী বয়ে চলছে।গ্রামের পূর্ব এবং দক্ষিণপাশে রয়েছে নদী। গ্রামের উত্তরে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাস, ঈদগা মাঠ, কবরস্থান ইত্যাদি এবং সর্ব উত্তরে রয়েছে ঐতিহ্যবাহী পোরজনা বাজার।গ্রামের উত্তর-পশ্চিমে রয়েছে নন্দলালপুর গ্রাম। পশ্চিম-দক্ষিণে রয়েছে ফসলি জমির মাঠ।

আমাদের গ্রামের জনসংখ্যা প্রায় ১৫,০০০ জন। আমাদের গ্রামের বিশিষ্টব্যক্তি বর্গ  হলেন

  • গোলাম সাকলাইন সেলিম (বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক),
  • প্রকোশলী মোজাম্মেল হক  (সাবেক পল্লীবিদ্যুৎ পরিচালক ) ,
  • শফিকুল ইসলাম সালাম (রাজনৈতিকবিদ),
  • আব্দুল প্রামানিক,
  • বীর মুক্তিযুদ্ধা  ওহাম প্রমুখ   

গ্রামের পাশে ই রয়েছে একটি বড় বিল। আমাদের গ্রামটি শষ্য শ্যামলে ভরপুর, গ্রামের চারিদিকে সবুজের মেলা। গ্রামে বিভিন্ন ফল মূলের গাছ, শাক সবজি, সকালের পাখির ডাক, বিকালের গুধূলি গ্রামটিকে করে তোলেছে এক শান্তির দ্বীপ।আমাদের গ্রামের আবহাওয়া খুব মলিন ও সুন্দর। বিন্দুমাত্র কোনো শব্দদূষণ নেই। তাছাড়া গ্রামের মানুষ নিরীহ ও শান্ত প্রকৃতি প্রিয়।গরম ঠান্ডা উভয় ঋতুতে গ্রাম ভিন্ন ভিন্ন রূপে পরিণত হয়।

আমাদের গ্রাম আমাদের উপজেলার মধ্যে একটি আদর্শ গ্রাম।আমাদের গ্রাম দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। মানুষের মধ্যে সচেতনতা বাড়ার ফলে সবাই পড়াশুনার দিকে অগ্রসর হচ্ছে এবং অনেক ছেলে মেয়েরা বাহিরে গিয়ে পড়াশুনা চালিয়ে যাচ্ছে। আমরা আমাদের গ্রামের প্রতি গর্ব অনুভব করি এবং ভালোবাসি। 

  • E-mail: salimshakil123@gmail.com
  • Mobile: 01610102738 ,01910085246