কালিকাপুর গ্রাম সোনাপুর ইউনিয়ন
কালিকাপুর গ্রামে একটি নুরানী মাদ্রাসা , দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চ বিদ্যালয় অবস্থিত ।
মুসলিম সম্প্রদায়ের ঈদের নামাজ আদায় করেন ছয়টি ঈদগাহ ময়দানে , হিন্দু সম্প্রদায়ের উৎসবের জন্য একটি পূজা মন্ডপ অবস্থিত ।
মোকাম খেলাফত বাজার ( কালিকাপুর বাজার ) গ্ৰামে গুরুত্বপূর্ণ , বাজারে ডাকঘর অবস্থিত জার জেনারেল কোড নং ৩৮৩৩ , উচ্চ বিদ্যালয় বাজারের কাছে অবস্থিত । বুড়ির পুল গ্ৰামের উওর পূর্ব পাশে অবস্থিত গ্ৰামের ঐতিহ্য বাহি ।