কাতুলী গ্রাম লাউহাটি ইউনিয়ন
গ্রামের নামঃ কাতুলী। আমার গ্রাম আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর গ্রাম। কারণ এই গ্রামেই আমার জন্ম, বড় হওয়া, শিক্ষার হাতে খড়ি, শিশু কিশোর কাল সব এই গ্রাম থেকেই পেয়েছি।
অবস্থানঃ আমাদের গ্রামটি ঢাকা বিভাগের টাংগাইল জেলা, দেলদুয়ার থানার সর্বদক্ষিণের ৪ নং লাউহাটি ইউনিয়ন ৭নং ওয়ার্ডেে আমাদের কাতুলী গ্রামের অবস্থান।
গ্রামের উত্তর পাশে তারটিয়া কমলাই গ্রাম, পূর্ব পাশে তাতশ্রী গ্রাম, দক্ষিন পাশে ধলেশ্বরী নদী এবং পশ্চিম পাশে রয়েছে সুবিশাল ফসলি মাঠ, তার পাশ দিয়েই প্রবাহিত হয়েছে ধলেশ্বরী নদী। অর্থাৎ দক্ষিন ও পশ্চিম পাশ দিয়ে নদী প্রবাহিত হয়েছে।
আর গ্রামের ভেতর দিয়ে লাউহাটি ইউনিয়ন থেকে এলাসিন ইউনিয়ন যাওয়ার জন্য পাকা রাস্তা রয়েছে।
আমাদের গ্রামটি প্রায় ১.৫ কিমি লম্বা।
এখানে প্রায় ১০০০ ঘর লোকের বসবাস।
আমাদের গ্রামের 100% মানুষ মুসলিম। সবাই এক সাথে এক মসজিদে নামাজ আদায় করে।
নামাজ পড়ার জন্য রয়েছে সুবিশাল মসজিদ, যা 100 ফিট লম্বা এবং 80 ফিট পাশে।
শিক্ষা প্রতিষ্ঠান ঃ রয়েছে একটি প্রাইমারী স্কুল, একটি হাফেজিয়া মাদরাসা ও মক্তব।
বিনোদন ঃবিনোদনের জন্য রয়েছে একটি বিশাল মাঠ। যেখানে নিয়মিত খেলাধুলা হয়।
ফুটবল, ক্রিকেট ইত্যাদি খেলা হয়। নিয়মিত লিগ ছাড়া হয়। যা’ কাতুলী মর্নিং সান স্পোর্টিং ক্লাবের ” দ্বারা পরিচালিত হয়।
পেশাঃ এই গ্রামে বিভিন্ন শ্রেণি পেশার লোক বাস করে। কেউ কৃষি, চাকরি, কেউ নির্মাণ কাজ, কেউ বা ব্যবসায়ের সাথে জড়িত।
- ফসলঃ ধান, পাট,গম, সরিষা,কালাই, লেবু ইত্যাদি ফসল জন্মে।