ওমেদপুর গ্রাম বালিদিয়া ইউনিয়ন
গ্রামের নাম ওমেদপুর গ্রামটি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ৫ নং বালিদিয়া উইনিয়নের ১ নং ওয়াডের অন্তর্গত। ওমেদপুর গ্রামের উত্তর পাশে উড়ুরা, পূর্ব পাশে বেথুলিয়া, দক্ষিণে কাওড়া এবং পশ্চিম পাশে বানিয়াবহু গ্রাম অবস্থিত। গ্রামটি অত্র এলাকার মডেল গ্রাম নামে পরিচিত।
গ্রামের মানুষ খুবই শান্তশিষ্ট। গ্রামটি যেন বিধাতার এক অপরুপ সৃষ্টি। গ্রামের প্রকৃতি ছবির মত সুন্দর। গ্রামের অধিকাংশ মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল। ছোট্ট এই গ্রামটিতে একটি সরকারি প্রাইমারী স্কুল, একটি হাফেজিয়া মাদ্রাসা, একটি ঈদগাহ, অত্র এলাকার মধ্যে বৃহৎ একটি কবরস্থান, ৭ টি মসজিদ এবং ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল রয়েছে।
গ্রামটির যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো গ্রামের সকল রাস্তা পাকা। গ্রামের উল্লেখযোগ্য জীবিত ব্যাক্তিবর্গ হলো জনাব মোসলেহ উদ্দিন ( মুরাদ কাজী), লে. কর্ণেল শরীফ উদ্দিন ( পান্নু কাজী), স্কোয়াড্রন লিডার জনাব তাহিদ ( তাহের), ও. সি জনাব মোঃ ছাইরুল ইসলাম প্রমূখ আরো অনেকেই।