এনায়েতপুর গ্রাম সাধুহাটি ইউনিয়ন
এনায়েতপুর গ্রমটি ঝিনাইদহ সদর উপজেলায় অবস্থিত, ঝিনাইদহ জেলা সদর হতে ১৫ কি:মি: পশ্চিমে ১ নং সাধুহাটি ইউনিয়নে ৫ নং ওয়ার্ডে অবস্থিত, গ্রামের পূর্ব ও উত্তরে সাধুহাটি, দক্ষিনে বোড়া, এবং পশ্চিমে মাথাভাঙ্গা নদী অবস্থিত, গ্রামে মুসলমানদের উপাসনালয়ের জন্য ২ টি মসজিদ, হিন্দু থর্মাবলিদের জন্য মন্দির অবস্থিত আছে,এই গ্রামের সবথেকে বড় বিষশত্য হলো এখানে সকল থর্মের লোক মিলেমিশে বসবাস করে। আমাদের গ্রামে আসতে হলে ঝিনাইদহ শহর হতে ১৫ কি:মি: পশ্চিমে ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাশড়কে বোড়া ত্রিমহোনি হতে ডানে আসতে হবে। আমাদের গ্রামে সকল পেশার মানুষ বসবাস করে।