একনজরে রূপসদী ইউনিয়ন

রূপসদী ইউনিয়ন
রূপসদী ইউনিয়ন টি বাঞ্ছারামপুর উপজেলার অন্তর্ভুক্ত অন্যতম ১০নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম বাঞ্ছারামপুর থানার অন্তর্ভুক্ত। এটি জাতীয় সংসদ এর ২৪৮ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের অংশ বিশেষ। রূপসদী ইউনিয়নের আয়তন প্রায় ১৩.৩৪ বর্গ কিলোমিটার। বাঞ্ছারামপুর উপজেলার দক্ষিণ-পূর্ব দিকে রূপসদী ইউনিয়ন টি অবস্থিত । এই ইউনিয়নের পশ্চিম ও উত্তর দিকে রয়েছে ছয়ফুল্লাকান্দি, পূর্ব দিকে ফরদাবাদ ইউনিয়ন  এবং দক্ষিণ দিকে রয়েছে ছলিমবাদ ইউনিয়ন।

গ্রামসমূহ
আশ্রাফপুর
জনহোগলাকান্দি
জনরুপসদী
জনখাউরপুর