একনজরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রধান কেন্দ্রবিন্দু। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা এবং ১১টি ইউনিয়ন রয়েছে। এই উপজেলার সকল প্রশাসনিক কার্যক্রম  ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অন্তর্ভুক্ত। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর দিকে রয়েছে সরাইল উপজেলা, পূর্ব দিকে আখাউড়া উপজেলা এবং বিজয়নগর উপজেলা, দক্ষিণ দিকে কসবা উপজেলা এবং আখাউড়া উপজেলা এবং পশ্চিম দিকে রয়েছে আশুগঞ্জ উপজেলা এবং নবীননগর উপজেলা।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আয়তন প্রায় ১৭.৫৮ বর্গ কিলোমিটার। মোট জনসংখ্যা ১,৭২,০১৭ জন। মোট পরিবার সংখ্যা ৩৩,৫১৭টি ।  প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব প্রায় ৯৭৮৫ জন। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা একটি ‘ক’ শ্রেণীর পৌরসভা। এই পৌরসভার প্রশাসনিক সকল  কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়া থানার অন্তর্ভুক্ত। এটি জাতীয় সংসদ এর ২৪৫ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের অংশ বিশেষ।  এই পৌরসভায় মোট ১২টি ওয়ার্ড রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মধ্যবিন্দুতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা টি অবস্থিত। এই পৌরসভার পশ্চিম দিকে রয়েছে নাটাই দক্ষিণ ইউনিয়ন ও নাটাই দক্ষিণ ইউনিয়ন, উত্তর দিকে নাটাই উত্তর ইউনিয়ন ও সুহিলপুর ইউনিয়ন, পূর্ব দিকে সুহিলপুর ইউনিয়ন, দক্ষিণ-পূর্ব দিকে মাছিহাতা ইউনিয়ন, দক্ষিণ দিকে রামরাইল ইউনিয়ন এবং দক্ষিণ-পশ্চিম দিকে রয়েছে তিতাস নদী ও নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন।

পৌরসভার ওয়ার্ড সমূহ

ওয়ার্ড নং ওয়ার্ড নাম
১ নং ওয়ার্ড মধ্য মেড্ডা, পুলিশ লাইন, পশ্চিম মেড্ডা, শরীফপুর
২ নং ওয়ার্ড পাইকপাড়া (অংশ), পূর্ব মেড্ডা (মেরুড়া অংশ)
৩ নং ওয়ার্ড খৈয়াসার, পশ্চিম পাইকপাড়া, ফুলবাড়িয়া, শেরপুর, জেলখানা
৪ নং ওয়ার্ড বাজার এলাকা, পূর্ব পাইকপাড়া
৫ নং ওয়ার্ড দক্ষিণ মধ্যপাড়া, উত্তর মধ্যপাড়া
৬ নং ওয়ার্ড ছয়ঘড়িয়া, দাড়িয়াপুর, দক্ষিণ পৈরতলা, উত্তর পৈরতলা
৭ নং ওয়ার্ড আমিনপুর, চণ্ডালখিল, ছোট গোকর্ণ, গোকর্ণ, ছয়বাড়িয়া
৮ নং ওয়ার্ড কাজীপাড়া
৯ নং ওয়ার্ড দক্ষিণ মৌড়াইল, দাতিয়ারা, নয়নপুর, পুনিয়াউট, উত্তর মৌড়াইল (অংশ)
১০ নং ওয়ার্ড কান্দিপাড়া, কাউতলি, উত্তর মৌড়াইল (অংশ)
১১ নং ওয়ার্ড উত্তর ভাদুঘর, শিমরাইলকান্দি
১২ নং ওয়ার্ড দক্ষিণ ভাদুঘর

ইউনিয়ন সমূহ

ইউনিয়ন নংইউনিয়ন নামআয়তন
(একর)
১ নং মজলিশপুর ৭৫৯৯
২ নং বুধল ২১৭৬
৩ নং সুহিলপুর ৭৬৫২
৭ নং তালশহর পূর্ব ৩১৫৩
৮ নং উত্তর নাটাই২৯৪৬
৯ নং দক্ষিণ নাটাই ২৬৮৩
১০ নং রামরাইল ৩৪০৯
১১ নং সুলতানপুর ৭৩৩৬
১২ নং বাসুদব৬৪৪১
১৩ নং মাছিহাতা৭৮৯৯
২৫ নং সাদেকপুর ২৯৮৩

বিশেষ ব্যাক্তিবর্গ

 আল মাহমুদ >>> একুশে পদক এবং বাংলা  একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি।
 নীরেন্দ্রনাথ দত্ত >>> আইনজীবি, ভাষা সৈনিক এবং রাজনীতিবিদ।
লুৎফুল হাই সাচ্চু >>> রাজনীতিবিদ এবং মুক্তিযুদ্ধের ২ ও ৩ নং সেক্টরের গেরিলা উপদেষ্টা।
হারুন আল রশিদ >>> রাজনীতিবিদ এবং আইনজীবি।
 হুমায়ুন কবির >>> রাজনীতিবিদ এবং আইনজীবি।
অদ্বৈত মল্লবর্মণ >>> ঔপন্যাসিক এবং সাংবাদিক।
আবদুর রহমান খান >>> প্রাক্তন সমবায় ও পাট মন্ত্রী (পাকিস্তান শাসনামল)।
আবদুল কুদ্দুস মাখন >>> রাজনীতিবিদ এবং বীর মুক্তিযোদ্ধা।
আবু সালেহ মোহাম্মদ নাসিম >>> বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং প্রাক্তন সেনাপ্রধান।

উল্লেখযোগ্য স্থান ও স্থাপনা
শ্রী শ্রী কালভৈরব মন্দির
মেড্ডা মহাশ্মশান
মিয়া বাড়ি (অষ্টগ্রাম)
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল
তিতাস গ্যাসক্ষেত্র (১৯৬২)
তেলিনগর বড় জামে মসজিদ
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি
সোহাতা বড় জামে মসজিদ (১৯৪০/১৯৪২)
ভাদুঘর শাহী মসজিদ (১৬৬৩)
আবি রিভার পার্ক
উলচাপাড়া (উত্তরপাড়া শাহী) জামে মসজিদ (১৭২৭-২৮)
সৌধ হিরন্ময় (ব্রাহ্মণবাড়িয়া বুদ্ধিজীবী স্মৃতিসৌধ)
শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ফলক সম্বলিত স্মৃতিস্তম্ভ
জাগরণ (দেয়াল ভাস্কর্য)
ব্রাহ্মণবাড়িয়া শহীদ স্মৃতিসৌধ (অবকাশ পার্ক)
ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরি (১৯৬৫) ও আর্কাইভ মিউজিয়াম
গাঁওগেরাম রেস্তোরাঁ ও বিনোদন পার্ক
ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ ভাস্কর্য
ব্রাহ্মণবাড়িয়া (পুরাতন) সিটি কলেজ ভবন ও গেট (সাবেক পাটমন্ত্রীর বাড়ি)
পুরনো বাড়ি (গোকর্ণ রোড)
দক্ষিণ পৈরতলা খান বাড়ি জামে মসজিদ
দক্ষিণ পৈরতলা বধ্যভূমি
মনুমেন্ট অব অদ্বৈত মল্লবর্মন, গোকর্ণ লঞ্চ ঘাট ও তিতাস নদী
সৈয়দ বাড়ি জামে মসজিদ
শাহ সূফি হযরত মাওলানা সৈয়দ কাজী মাহমুদ শাহ (রঃ) মাজার কমপ্লেক্স
সৈয়দ মঞ্জিল
আল-জামিয়া ইসলামিয়া ইউনূছিয়া মাদ্রাসা (১৯১৪)
তোফায়েল আজম মনুমেন্ট
হযরত শাহ সুফী আলহাজ্ব মোঃ কালা মিয়া চিশতী (রঃ),হযরত মোছাম্মত আনোয়ারা চিশতী (রঃ) মাজার কমপ্লেক্স ও চিশতীয়া জামে মসজিদ এবং সংলগ্ন মাজার
বঙ্গবন্ধু স্কয়ার (জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ,কাচারি পুকুর এলাকা)
১২ ছাত্র নেতার স্মৃতিসৌধ
শ্রীশ্রী মহাদেব মন্দির
পুরাতন আদালত (কাচারী) ভবন (১৮৮১)
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা মঞ্চ ও স্মৃতি পাঠাগার
সুরসম্রাট দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন ও জাদুঘর (১৯৫৬)
অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রশাসনিক ভবন (১৮৭৫)
দানবীর লোকনাথ রায় চৌধুরী ময়দান কমপ্লেক্স
কাঙাল নাথ জমিদার বাড়ি
রহমান মঞ্জিল
পুরনো ভবন (আনসার মোক্তার বাড়ি) ও আনসার মোক্তার বাড়ি জামে মসজিদ (খৈয়াসার)