বাঞ্ছারামপুর ইউনিয়ন টি বাঞ্ছারামপুর উপজেলার অন্তর্ভুক্ত অন্যতম ৭নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম বাঞ্ছারামপুর থানার অন্তর্ভুক্ত । এটি জাতীয় সংসদ এর ২৪৮ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের অংশ বিশেষ। বাঞ্ছারামপুর ইউনিয়নের আয়তন প্রায় ১৪.২৫ বর্গ কিলোমিটার। বাঞ্ছারামপুর উপজেলার মধ্যবিন্দুতে বাঞ্ছারামপুর ইউনিয়ন টি অবস্থিত । এই ইউনিয়নের উত্তর ও পশ্চিম দিকে রয়েছে আইয়ুবপুর ইউনিয়ন, দক্ষিণ দিকে মানিকপুর ইউনিয়ন ও উজানচর ইউনিয়ন এবং পূর্ব দিকে রয়েছে বাঞ্ছারামপুর পৌরসভা।
গ্রামসমূহ
আছাদনগর
বাঞ্ছারামপুর
দড়ি বাঞ্ছারামপুর
সফির কান্দি
ভিটি ঝগ্রার চর
আলীপুর
মনাইখালী
পঞ্চম্পুর
খোশকান্দী
ধারিয়ারচর
ভবনাথপুর
তেলীকান্দী
দুর্গাপুর
দশদোনা
জগনাথপুর