উত্তর জয়নগর গ্রাম কাদরা ইউনিয়ন
উত্তর জয়নগর গ্রামটি নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪ নং কাদরা ইউনিয়নে আবস্থিত। এর পশ্চিম পাশে মগুয়া নামক গ্রাম অবস্থিত, দক্ষিণ পাশে জামালপুর ও উত্তর পাশে আমতলা নামক গ্রাম রয়েছে। আমাদের গ্রামের উল্লেখযোগ্য কিছু ব্যাক্তিবর্গ হল সাবেক মরহুম রফিকুল ইসলাম চেয়ারম্যান, সাইফুল ইসলাম খান টিটু, তোফাজ্জল হোসেন মানিক ইত্যাদি।
আমাদের গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দুইটি বেসরকারি মাদরাসা রয়েছে এছাড়াও গ্রামের সাথেই এম এ আলী উচ্চ বিদ্যালয় রয়েছে। আমাদের গ্রামের ভৌগোলিক সীমা এবং জনসংখ্যা উভয়ই কম তাই এই গ্রামের আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি বিশেষ করে গ্রামের যেই সংখ্যালগু জনগোষ্ঠী রয়েছে তাদের সাথে সংখ্যাগুরু মুসলিমদের খুবই ভালো বন্ধন রয়েছে।
এই গ্রামের নামকরণের ক্ষেত্রে আমার খুব বেশি ধারণা না থাকলেও আমার অনুমান অনুযায়ী সেনবাগ উপজেলার দক্ষিণ দিকে দক্ষিণ জয়নগর নামক গ্রাম রয়েছে তাই আমাদের গ্রাম উত্তর দিকে হওয়ার এর নাম উত্তর জয়নগর হওয়ার সম্ভাবনা রয়েছে।