ইসলামাবাদ গ্রাম খাদিমনগর ইউনিয়ন
গ্রামটি শাহপরান (র) এর মাজার থেকে প্রায় অর্ধ কি.মি পূর্বে অবস্থিত।পূর্বে গ্রামের নাম ছিল কুমারগাও।স্বাধীনতার পর ইসলাম ধর্মাবলম্বীরা এখানে বসবাস শুরু করেন এবং গ্রামের নাম আস্তে আস্তে ইসলামাবাদ হয়ে যায়। গ্রামে বর্তমানে প্রায় ১৫০ পরিবারের বাস। ছোট এই গ্রামের মাজ দিয়ে বয়ে গেছে ছোট খাল বা ছড়া।আয়তনে বেশি বড় নয়।এর দক্ষিন দিকে রয়েছে ছোট হাওর ও বিল।কৃষক,ব্যবসায়ী,চাকরিজীবি শ্রেণির মানুষের সহাবস্থান করেন।ইসলাম ও হিন্দু ধর্মাবলম্বীরা শান্তিতে বাস করেন।গ্রামে একটি মসজিদ,একটি এতিমখানা ও মাদ্রাসা রয়েছে।কোন প্রাথমিক বা উচ্চবিদ্যালয় নেই।