আন্নসিকদার পাড়া গ্রাম স্বনির্ভর রাংগুনিয়া ইউনিয়ন

hard logo

    আন্নসিকদার পাড়া গ্রাম স্বনির্ভর রাংগুনিয়া ইউনিয়ন

আন্নসিকদার পাড়া গ্রামটি সম্পূর্ণ একটি আদর্শ গ্রাম,গ্রামটিতে ৩টি মসজিদ,একটি সরকারি প্রাইমারি স্কুল রয়েছে,রাস্তাঘাট কাঁচা -পাকা সমন্বয়ে বিরাজমান, গ্রামটি সম্পূর্ণ মুসলিম বসতির,গ্রামটির ২ পাশে হিন্দু বসবাস করে আর অন্য এক পাশে মুসলিম, গ্রামটির পূর্ব পাশে বিখ্যাত গোমাইবিল, এর পরেই অন্য ইউনিয়ন।

গ্রামটিতে শিক্ষার হার অন্যান্য গ্রামের তুলনায় ভাল,গ্রামটিতে সকল পেশার মানুষ বসবাস করেন,সরকারি চাকরিজীবীও আছেন। তবে গ্রামটির মানুষের প্রধান আয়ের উৎস কৃষি। গ্রামটিতে প্রায় ২০০ পরিবারের বসবাস।গ্রামটি একটি সুন্নি আকিদার অনুসারী। 

তথ্য সংগ্রহক: ইমরান চৌধুরী স্নাতক ও স্নাতকোত্তর ( চট্টগ্রাম কলেজ,চট্টগ্রাম)