ব্রাহ্মণবাড়িয়া জনপ্রিয় আইসিটি শিক্ষকবৃন্দ

ব্রাহ্মণবাড়িয়া জনপ্রিয় আইসিটি শিক্ষকবৃন্দ

আধুনিকতার এই যুগে তথ্য প্রযুক্তি সম্পর্কে ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। প্রযুক্তির এই যুগে নিজেকে খাপ খাইয়ে নিতে তথ্য প্রযুক্তি সম্পর্কে আমাদের একটি নূন্যতম ধারণা না থাকলে ডিজিটাল পৃথিবীর ডিজিটাল কার্যক্রম গুলো থেকে আমরা অনেকটাই পিছিয়ে যেতে হবে। তাই বাংলাদেশ সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্কুল এবং কলেজে এই বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। অনেক শিক্ষার্থীদের কাছে বিষয়টি কঠিন মনে হয় ফলে তারা বিষয়টি কে স্বাভাবিকভাবে দেখে না। প্রকৃতি পক্ষে আইসিটি বিষয়টি বিজ্ঞান ও প্রযুক্তির সাধারণ ধারণা মাত্র। এই নিয়ে বিজ্ঞান প্রযুক্তির আলাদা পৃথিবী তৈরি হয়েছে।
শিক্ষার্থীরা এই বিষয়ে আতংকিত বা ভয় পাওয়ার প্রধান এবং অন্যতম কারণ হলো সঠিক গাইডলাইন না পাওয়া। আমাদের আধুনিক এই যুগে বিষয়টি আধুনিকভাবে উপস্থাপন করার জন্যে আধুনিক আইসিটি শিক্ষক তেমন একটা নেই। তবে ব্রাহ্মণবাড়িয়া কিছু সংখ্যক আইসিটির শিক্ষকের জনপ্রিয়তা লক্ষ্য করা গেছে। তাদের নাম এবং কলেজের নাম উল্লেখ করা হল

শাহাদাত হোসেন

জনাব শাহাদাত হোসেন আইসিটি বিষয়ে পাঠ দান করে শিক্ষার্থীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। অধ্যায় ভিত্তিক বিষয় গুলো সহজে উপস্থাপন এবং শিক্ষার্থীদের বোধগম্য হয় এমন পদ্ধতিতে পাঠ দান করে থাকেন। তাই তিনি শিক্ষার্থীদের কাছে খুব সহজে এবং দ্রুত জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজে শিক্ষকতা করছেন।তার জনপ্রিয়তার জন্যে কলজের বাহিরের শিক্ষার্থীরাও তার কাছে আইসিটি পড়তে ভিড় জমান।

মোহাম্মদ সাইফুল ইসলাম বাদল

আইসিটি শিক্ষকবৃন্দ র মধ্যে জনপ্রিয় মোহাম্মদ সাইদুল বাদল। শিক্ষার্থীদের কাছে তিনি খুবই জনপ্রিয়। এই বিষয়ে তিনি সহজে এবং হাস্যকরভাবে উপস্থাপন করে থাকেন বলে অধিকাংশ শিক্ষার্থীর প্রাণবৃন্দ জনাব সাইফুল ইসলাম বাদল। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষকতা করছেন।


নূর মোহাম্মদ স্যার


আইসিটি বিষয়ে শিক্ষকতা পেশায় বিশাল একটা জায়গা দখল করে আছে জনাব নূর মোহাম্মদ স্যার। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সিটি কলেজে শিক্ষকতা করছেন।

পুরাতন বই কিনতে ক্লিক করুন