একনজরে সাতমোড়া ইউনিয়ন

সাতমোড়া ইউনিয়ন
সাতমোড়া ইউনিয়ন টি নবীনগর উপজেলার অন্তর্ভুক্ত অন্যতম ১৬নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম নবীনগর থানার অন্তর্ভুক্ত । এটি জাতীয় সংসদ এর ২৪৭ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের অংশ বিশেষ। নবীনগর উপজেলার দক্ষিণ দিকে সাতমোড়া ইউনিয়ন টি অবস্থিত। এই ইউনিয়নের পশ্চিম দিকে রয়েছে রসুল্লাবাদ ইউনিয়ন ও রতনপুর ইউনিয়ন, উত্তর দিকে রসুল্লাবাদ ইউনিয়ন ও জিনোদপুর ইউনিয়ন, পূর্ব দিকে জিনোদপুর ইউনিয়ন এবং দক্ষিণ দিকে রয়েছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়ন ও শ্রীকাইল ইউনিয়ন।

গ্রামসমূহ
বড়শিকানিকা
ছোটশিকানিকা
পদ্ধানগর
ভাটাপুকুর
কাজেল্লা
জগনাথপুর
চুউরিয়া
চেলিখলা
চেচড়া
ইছাপুর
ইশান্নাগর
উত্তর পান্ডবনগর
মাধুবপুর

সাতমোড়া ইউনিয়নের নামকরণ : সাতমোড়া একটি ইউনিয়ন। সংখ্যা সাত এবং মােড়া হলাে মােড়া হলাে উঁচ জায়গা বা ঢিবি। বলা যায় সাতজন বিশিষ্ট ব্যক্তি এই অঞ্চলের উচু ঢিবিতে প্রথম বসতি স্থাপন করেন।
সাতমোড়ার শিক্ষক এবং কবি মুছা থেকে জানা যায় যে , এখানে প্রথম সাধক পুরুষ মনােমােহন দত্তের পরিবার , ধরণী পালের পরিবার , রক্ষিত পালের পরিবার , মুক্তা । মুনশী অর্থাৎ মুক্তো মুনশী এর পূর্বপুরুষ হলেন আইনুদ্দীন মুনশী , হাজী আশরাফ আলী ওরফে লাল শাহ ’ র পরিবার , মােহন সরকারের পরিবার এবং দুলাল খা ’ র পরিবার মিলে। ওই অঞ্চলের সাতটি স্থানে বসতি স্থাপন করেন বলে সাতমোড়া জন্ম হয়। উল্লেখ্য যে , দুলাল খা হলেন ঈসা খাঁর পুত্র মুসা খাঁ এবং মুসা খাঁ এর পুত্র হলেন টেকু মুহাম্মদ । ওই টেকু মুহাম্মদের পুত্র হলেন দুলাল খা। সাতমুড়া গ্রামে এখনাে টেইক্কার পুকুর । কালের সাক্ষ্য বহন করছে । এটি একটি আলাদা মৌজা । জে . এল নং – ১২১ ।