মােহল্লা গ্রাম নবীনগর পূর্ব ইউনিয়ন
নবীনগর পূর্ব ইউনিয়নের পরিষদের এই গ্রামটির নাম মােহল্লা । মূলত তিতাস নদী বিধৌত কয়েকটি পাড়ার সমষ্টি নিয়ে সৃষ্টি এই মহল্লা বা মােহল্লা । এটি একটি আলাদা মৌজা । জে . এল নং – ৭৭ । কয়েকটি পাড়া নিয়ে যে আজকের এই বিশাল গ্রাম সে গ্রামের নাম মহল্লা বা মােহল্লা এ নিয়ে কোন সন্দেহ নেই ।