দেউলী গ্রাম কাশিল ইউনিয়ন

hard logo

দেউলী গ্রাম কাশিল ইউনিয়ন

টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের খুবই সুন্দর একটি গ্রাম দেউলী। গ্রামের পশ্চিম পাশ দিয়ে ঝিনুক নদী প্রবাহিত হয়েছে। গ্রামের তিন দিকেই বিশাল আয়তনের ফসলি জমি। ধান দেউলী গ্রামের প্রধান ফসল। এছাড়া পাট, সরিষা, আলু, ভূট্টা, শাকসবজি প্রচুরপরিমাণ উৎপাদিত হয়।

দেউলী গ্রামে একটি প্রাইমারি বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, দুইটি মাদ্রাসা ও চারটি মসজিদ রয়েছে। দেউলী বাজার, খেলার মাঠ ও কবরস্থানের জন্য অনেক পরিচিত রয়েছে। দেউলী গ্রামে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ জন্ম গ্রহণ করেছেন। এই গ্রামে অনেক মুক্তিযুদ্ধা রয়েছে। একটি পোস্ট অফিস রয়েছে দেউলী বাজারে। পোস্টাল কোড 1903।