খড়িয়ালা গ্রাম নাটঘর ইউনিয়ন
নাটঘর ইউনিয়নের খড়িয়ালা গ্রামটি ‘ খড়ি ‘ এবং ‘ ওয়ালা ’ শব্দের সমন্বয়ে গঠিত । ব্যাখ্যা করলে দাড়ায় যে , ‘ খড়ি ‘ অর্থ খড় , অর্থাৎ যা দ্বারা জ্বালানির চাহিদা মেটানাে যায় । গৃহপালিত পশুকেও খাওয়ানাে যায় । আবার ‘ ওয়ালা ’ অর্থ যিনি কোনাে কিছু বহন করেন । এখানে খড় বহন করেন যিনি তাকেই বুঝানাে হয়েছে । অতএব সহজে বােঝা যায় যে , এই স্থানটিতে প্রচুর খড় জন্মাতাে এবং খড়ওয়ালা এই অঞ্চলে উপকৃত হতাে । এভাবেই এই স্থানটির নাম হয় খড়িয়ালা