কুর্শি গ্রাম বাদলা ইউনিয়ন
কুর্শি একটি আদর্শ গ্রাম।কুর্শির উত্তর পাশে বাদলা গ্রাম এবং দক্ষিণ পাশে পাঁচকানিয়া,পূর্ব পাশে এন সহিলা এবং পশ্চিম পাশে মাওরা এবং গজারিয়া।ইটনা থানার শিক্ষিত গ্রামের মধ্যে অন্যতম হচ্ছে কুর্শি। এই গ্রামের সকল মানুষ অত্যন্ত সহনশীল এবং মানবিক। এই গ্রামে রাজনৈতিক কোন অরাজকতা নেই এবং সামাজিক এবং পারিবারিক সম্পর্ক গুলো দৃষ্টিনন্দন। ভালোবাসায় ভরপুর।