একনজরে সুহিলপুর ইউনিয়ন

সুহিলপুর ইউনিয়ন টি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অন্যতম ৩নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অন্তর্ভুক্ত। এটি জাতীয় সংসদ এর ২৪৫ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের অংশ বিশেষ। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর-মধ্যবিন্দুতে সুহিলপুর ইউনিয়ন অবস্থিত। এই ইউনিয়নের দক্ষিণ দিকে রয়েছে মাছিহাতা ইউনিয়ন এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, পশ্চিম দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, ইত্তর নাটাই ও পূর্ব তালশহর ইউনিয়ন, উত্তর দিকে বুধল ইউনিয়ন পূর্ব দিকে রয়েছে মজলিশপুর ইউনিয়ন এবং বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়ন।

সুহিলপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য গ্রাম এবং ওয়ার্ড সমূহ

  • আএর কাএর
  • গৌতমপাড়া
  • ঘাটুরা
  • হরিনাদী
  • হাড়িয়া
  • কল্লামুড়ি
  • হিন্দু পাড়া
  • মাইজপাড়া
  • পাঠানপাড়া
  • পারুলিয়াপাড়া
  • কেন্দুবাড়ি
  • নদ্দাপাড়া
  • নোয়াবাড়ী
  • সীতানগর
  • উত্তর সুহিলপুর
  • খলাপাড়া
  • আলমপাড়া
  • শিমরাইল কান্দি
  • গোপিনাথপুর
  • কাশিনগর
  • মীরহাটী
  • সুতারমুড়া
  • তেলীপাড়া

এলাকা ভিত্তিক কিছু ছবি

[post_gallery]