রিকাবী গ্রাম আলীহাট ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

রিকাবী গ্রাম আলীহাট ইউনিয়ন

দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ৩নং আলীহাট ইউনিয়নে অবস্থিত এই “রিকাবী” নামক গ্রামটি। শিক্ষার দিক দিয়ে এগিয়ে এই গ্রামটি। গ্রামটিতে ২টি শিক্ষা প্রতিষ্ঠান আছে, ৩ টি মসজিদ সহ ১টি মন্দির আছে। নোমান টিভির প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী পৃথক এন নোমান এই গ্রামেরই বাসিন্দা। গ্রামটিরতে থেকে দেশের সুনামধন্য বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন অনেকেই।

এই গ্রামের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। খেলাধুলা এবং কৃষির দিক দিয়ে এগিয়ে উক্ত গ্রামটি। উক্ত গ্রামে একটি ভোট সেন্টার আছে। পাশ দিয়েই বয়ে গেছে ছোট যমুনা বা তুলসীগঙ্গা নদী। শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, সেনাবাহিনী, পুলিশ সহ অনেক পেশার মানুষ বসবাস করেন এই গ্রামে। প্রতিবছর অনেক পরিমাণের ধান, আলু সরিষা সহ শাক সবজির ব্যাপক ফসল উৎপাদন হয় এই গ্রামে।

এই গ্রামে বড় একটি খেলার মাঠও আছে।  গ্রামে ৪-৫ টা টিম গঠন হয়ে প্রতিবছর ফুটবল, ক্রিকেট, ব্যাট্মিন্টন সহ  বিভিন্ন ধরনের খেলাধুলা অনুঠিত হয় এই গ্রামে।সংস্কৃতিক দিক দিয়েও এগিয়ে গ্রামটি