কুটি ইউনিয়নের নামকরণের ইতিহাস

কসবা উপজেলার কুটি ইউনিয়নের নামকরণের ইতিকথা: এস এম শাহনূর

কসবা উপজেলার কুটি ইউনিয়নের নামকরণের ইতিকথা: এস এম শাহনূর
 

ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলাস্থ ৮নং কুটি ইউনিয়ন পরিষদটি কুমিল্লা-সিলেট মহাসড়কের কুটি চৌমূহনীর অনতিদুরে প্রাচীন কালের ঐতিহ্যবাহী কুটি বাজারের দক্ষিণ পশ্চিম কোণে একটি মনোরম পরিবেশে জনবহুল এলাকায় অবস্থিত। অত্র ইউনিয়নটি ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা জেলার সংযোগ স্থলে অবস্থিত যাহা দুই জেলাকে বিভক্ত করে। শিক্ষা সাহিত্য সংস্কৃতি আর ব্যবসা বানিজ্যে পরিপূর্ণ র্এই ইউনিয়নটি। হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে এক সৌহার্দ্য পূর্ণ মনোভাবের এক মিলন মেলার বহি: প্রকাশ ঘটেছে এখানে । ইউনিয়নটির উত্তরে মেহারী ইউনিয়ন, দক্ষিণে ব্রাহ্মণপাড়া উপজেলা, পশ্চিমে মুরাদনগর উপজেলা, পূর্বে কসবা পশ্চিম ইউনিয়ন ও কসবা পৌরসভা।

➤কুটি নামকরণ:
বাংলাদেশের সোনালী আশ বা গোল্ডেন ফাইবার (Golden Fiber)বলা হয় পাটকে। এক কালে কুটি বাজারে কুটি কুটি টাকার পাট কেনা বেচা হত বলে এই ইউনিয়নটির নাম কুটি নামকরন করা হয় বলে প্রতিয়মান হয়।

➤তথ্যসূত্রঃ আওয়ার কণ্ঠ ২৪.কম।

💻এস এম শাহনূর
(উইকিপিডিয়ান, কবি ও আঞ্চলিক ইতিহাস গবেষক)