কাঁঠালকান্দি গ্রাম চাতলপাড় ইউনিয়ন

কাঁঠালকান্দি গ্রাম চাতলপাড় ইউনিয়ন

আমাদের গ্রামের নাম কাঁঠালকান্দি এটি নাসিরনগর উপজেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী গ্রাম। এটি একটি মুসলিম অধ্যুষিত গ্রাম। আমাদের গ্রামের অধিকাংশ মানুষের জীবিকাই কৃষি। এছাড়া ব্যবসায়ী,সরকারী-বেসরকারী চাকুরীজীবি ও প্রবাসী  রয়েছেন। আমাদের গ্রামের শিক্ষার হার বেশি পাশাপাশি উচ্চ শিক্ষিত ছেলে মেয়ে ও রয়েছে অনেক। আমাদের গ্রামে রয়েছে একটি জুনিয়র সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি কিন্ডারগার্টেন, একটি করে হাফেজি ও নূরানী মাদ্রাসা, দুটি করে পাঞ্জেগানা ও জামে মসজিদ। আমাদের গ্রামের সামজিক বন্ধন ও সম্পৃথি খুব ভাল। আমাদের গ্রামের উত্তর দিকে রয়েছে মেঘনা নদী দক্ষিণ দিকে রয়েছে ফুলখারকান্দি গ্রাম পূর্বদিকে চাতলপাড় বাজার এবং পশ্চিম দিকে কচুয়া গ্রাম।