Connect With Alam Kibria Pasha
Alam Kibria Pasha
ব্রাহ্মণবাড়িয়া

বাংলাদেশের সবচেয়ে বড় কবিরাজ

Alam Kibria Pasha
Alam Kibria Pasha

বাংলাদেশের সবচেয়ে বড় কবিরাজ

লােক চিকিৎসা গ্রাম বাংলার মানুষের প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি। আধি-ব্যাধি , রােগ-শােক এবং দৈহিক-মানসিক রােগে প্রাচীনকাল থেকে মানুষের অবলম্বন লােক চিকিৎসা । এসব লােক-চিকিৎসার মধ্যে আছে ঝাড়ফুক , তাবিজ-কবজ , শিকড়-বাকড় ইত্যাদির মাধ্যমে রােগ নিরাময়ের প্রচেষ্টা। আদিকাল থেকে গ্রামবাংলার মানুষের মধ্যে এসব চিকিৎসা প্রদ্ধতি চলে আসছে । বর্তমান কালের বিজ্ঞান ও প্রযুক্তির যুগে আধুনিক চিকিৎসা পদ্ধতি গ্রামবাংলা পর্যন্ত চলে এলেও প্রান্তিক মানুষজন এখনাে লােক চিকিৎসার উপর অনেকাংশে নির্ভরশীল। ব্রাহ্মণবাড়িয়ার প্রায় প্রতিটি ইউনিয়নে ২/৪ জন লোক চিকিৎসকের সন্ধান পাওয়া যায়। এক্ষেত্রে জেলার ১০০ টি ইউনিয়নের মধ্যে অন্তত দুই / আড়াই শ ‘ লোক চিকিৎসক রয়েছেন । তাদের সবার পরিচিতি দেওয়া সম্ভব নয় । এর মধ্য থেকে কয়েকজনের সংক্ষিপ্ত পরিচিতি দেওয়া হলাে।

জোহরা বেগম , স্বামী – তাজুল ইসলাম চৌধুরী

গ্রাম : বাদৈর , উপজেলা – কসবা , ব্রাহ্মণবাড়িয়া । তিনি তাঁর মাতা আখাউড়া উপজেলার দেবগ্রামের সাইদুন্নেছার কাছ থেকে শেখা দুটি রােগের চিকিৎসা করার বর্ণনা দিয়েছেন ।

  1. দুটি পেঁয়াজ , রসূনের ৪ / ৫ টি কোয়ার সাথে মিশিয়ে চিনি অথবা গুড় দিয়ে ৩ ঘন্টা পরপর খেলে পেটের ব্যথা সেরে যায় ।
  2. তরতাজা গরুর কলিজা তেলে ভেজে প্রতিদিন সন্ধ্যা বেলায় মাছ ধরার পলোর ভিতরে ঝাপ দিয়ে রোগিকে খাওয়ালে রাতকানা রোগ ভালো হয়। একনাগারে ১৫ দিন খাওয়াতে হয়। উল্লেখ্য যে রোগীর বয়স ১০/১২ এর ভিতর হলে অতি দ্রুত আরোগ্য লাভ করে।

জামাল উদ্দিন খন্দকার

কাজীপাড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর। তাবিজ , পানিপড়া , ঝাড়ফুক ইত্যাদির সাহায্যে বিভিন্ন রােগের চিকিৎসা করেন ।

লাবু মিয়া ফকির , পিতা মিয়া চান

গ্রাম : কুলীনকুণ্ডা , নাসিরনগর , ব্রাহ্মণবাড়িয়া । খাজা বাবার অনুসারী । ৪ / ৫ শত’ শিষ্য রয়েছে তাঁর । পানিপড়া , তেলপড়া , ঝাড়ফুক ওতাবিজ – কবচের সাহায্যে বিভিন্ন রােগের চিকিৎসা করেন । এরমধ্যে মাথাব্যথা , পেটব্যথা , সাম্বিক , সূতিকা প্রভৃতি রােগের চিকিৎসা করেন । মহিলাদের গর্ভকালীন সময়ের নানাপ্রকার সমস্যা সমাধানের চিকিৎসা প্রদান করেন ।

আমাতুল হাবেবা রাজেকা

মীরবাড়ি , সরাইল , ব্রাহ্মণবাড়িয়া । চতুস্পদ জীব জন্তুর বিষাক্ত কামড়ের ঔষধ দিয়ে থাকেন।

সুখেন কর্মকার

সরাইল , ব্রাহ্মণবাড়িয়া , পাইলস , ভগন্দর বা গেজের চিকিৎসা করেন ।

শাহ সুফি চিশতি

লেশিয়ারা , কুটি , কসবা । ঔষধি গাছ গাছালি দিয়ে বিভিন্ন রােগের চিকিৎসা করেন ।

খন্দকার আলমগীর হােসেন

রানীয়ারা , কুটি , কসবা । ঝাড় ফুক , তাবিজ , পানিপড়া , তেলপড়া ও ঔষধি গাছ – গাছালি দিয়ে বিভিন্ন প্রকারের রােগের চিকিৎসা করেন ।

ফজলু মিয়া খন্দকার

কুটি নােয়াবাড়ি , কসাব। জিনে ধরা , বাতাস লাগা , শিশুদের অতিরিক্ত কানা , বাত , মাথাধরা , কোমর ব্যথা ইত্যাদি রােগের চিকিৎসা করেন ।

দৌলত ফকির

ফকির বাড়ি , কুটি , কসবা। পানিপড়া , তেলপড়া , তাবিজ ও ঔষধ গাছ-গাছালি দিয়ে বিভিন্ন প্রকারের রােগের চিকিৎসা করেন ।

মনা মিয়া পিরসার

জেটাগ্রাম , নাসিরনগর। ঝাড়ফুক , পানিপড়া , তেলপড়া ইত্যাদির সাহায্যে মুরিদানদের চিকিৎসা করেন ।

ছয়ফুল হুজুর ও তারা মিয়া সাব

তারাগন, আখাউড়া , ব্রাহ্মণবাড়িয়া । তাদের বাড়িতে শের আলী শাহ সাহেবের মাজার রয়েছে । তারা শাহ সাহেবের নাতি মুরিদ করেন। তাবিজ , পানিপড়া , তেলপড়া , ঝাড়ফুক ইত্যাদির সাহায্যে বিভিন্ন রােগের চিকিৎসা করেন ।

সুফিসম্রাট হযরত মাহাবুব এ খােদা বাবে মােরশেদ

বাহাদুরপুর , আশুগঞ্জ । পীরানি করেন, মানত করে কিছু দান করা হলে মনোবাসনা পূর্ণ হয়,পানিপড়া , তেলপড়া ইত্যাদির সাহায্যে বিভিন্ন রােগের চিকিৎসা করেন।

জাকির কবিরাজ

বিজেশ্বর বড়বাড়ি , রামরাইল । জ্বিনের সাহায্যে চিকিৎসা করেন বলে প্রচার করেন , ঝাড়ফুক , তেলপড়া , পানিপড়া , তাবিজ ইত্যাদির সাহায্যে চিকিৎসা করেন।

হরেন্দ্র দাস পিতা হজেন্দ্র দাস

নাখাল পাড়া , নাসিরনগর সদর । পানিপড়া , তেলপড়া , তাগাপড়া , ঝাড়ফুক ও তাবিজ – কবচের সাহায্যে বিভিন্ন প্রকার রােগের চিকিৎসা করেন । এরমধ্যে পেটব্যথা , মাথাব্যথা , স্বপ্নদোষ , বিছানায় প্রস্রাব করা , ছেলে সন্তান কামনা প্রভৃতি উল্লেখ্যযােগ্য ।

উত্তম কুমার বৈদ্য , পিতা পুলিন বিহারী বৈদ্য , মধ্যমেড়া। বংশানুক্রমে বিভিন্ন রােগের চিকিৎসা করেন ।

তথ্যনির্দেশ
জেলা ওয়েবসাইটের ইউনিয়ন প্রতিনিধি
আমাতুল হাবেবা রাজেকা , মীর বাড়ি , সরাইল
সুখেন কর্মকার ( ৪৫ )
বাংলাদেশী লােক চিকিৎসা : এস . এম . লুৎফর রহমান ( বাংলা একাডেমি , ঢাকা )
প্রাণতােষ চৌধুরী , পাইকপাড়া , ব্রাহ্মণবাড়িয়া ।
নিতাই দাস , পাইকপাড়া , ব্রাহ্মণবাড়িয়া ।

Alam Kibria Pasha
Alam Kibria

Recent Posts

  • বাংলাদেশ

5 মিনিটে পাসপোর্ট চেক করার easy ও best উপায়

আপনি কি সম্প্রতি পাসপোর্টের জন্য আবেদন করেছেন? আপনার পাসপোর্ট আবেদনের বর্তমান অবস্থা জানতে চাচ্ছেন? এই…

2 hours ago
  • বাংলাদেশ

ই-পাসপোর্ট বাংলাদেশ 2024 – আবেদন, ফি, সুবিধা ও সকল তথ্য

১. ভূমিকা ই-পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্ট হলো বায়োমেট্রিক পাসপোর্ট যা একটি ইলেকট্রনিক চিপ সহ ইস্যু…

5 hours ago
  • বাংলাদেশ

অনলাইনে জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম 2024

বর্তমান বিশ্বায়নের যুগে, জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম জানা এবং তা অনুসরণ করা প্রতিটি বাংলাদেশি…

7 days ago
  • বাংলাদেশ

অনলাইনে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার সহজ পদ্ধতি

জন্ম নিবন্ধন সনদ হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস  যা প্রত্যেক নাগরিকের পরিচয় নিশ্চিত করে। এটি…

1 week ago
  • বাংলাদেশ

Birth certificate check :কিভাবে নিশ্চিত করবেন আপনার গুরুত্বপূর্ণ তথ্য

জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আপনি সহজেই ঘরে বসে আপনার Birth certificate check…

1 week ago
  • বাংলাদেশ

ভ্যালেন্টাইন ডে এর প্রকৃত ইতিহাস/ Actual History of Valentines Days

চলুন জেনে নেয় ভ্যালেন্টাইন ডে এর ইতিহাস সম্পর্কে , ২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট…

1 week ago
Alam Kibria Pasha