হাজীপুর গ্রাম কালাপুর ইউনিয়ন

বিরামচর গ্রাম শায়েস্তাগঞ্জ

হাজীপুর গ্রাম কালাপুর ইউনিয়ন

আমাদের গ্রামের নাম হাজীপুর, এই গ্রাম শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত। আমাদের গ্রামের প্রায় ৫ হাজার লোক বাস করে। এবং বেশিরভাগ মানুষ কৃষি খামারের উপর নির্ভরশীল। কিছু মানুষ মৎস্যজীবী। আমাদের গ্রামের সুন্দর্য্য হলো হাওরের রূপ।  কেননা হাইল হাওরের প্বার্শবর্তী গ্রাম আমাদের হাজীপুর। আমাদের গ্রামের প্রধান সুন্দর্য্য হলো বাইক্কা বিল অভয়াশ্রম, এখানে অনেক ধরনের মাছ রয়েছে।

তাছাড়া শীতের মৌসুমে অনেক বিদেশি পাখিরা ঝাঁকে ঝাঁকে আসে। এই অসাধারণ সৌন্দর্য উপভোগ করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের আগমন ঘটে।  এবং তাদের দৃষ্টি আকর্ষণ করে । হাওরের বুক চিরে ছুটে যাওয়া  রাস্তায় ঘুরে বেড়ায় অনেক পর্যটক৷ সকলের আমন্ত্রণ রইলো আমাদের গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য।

হাজীপুর গ্রাম কালাপুর