হলিমা গ্রাম জিনারী ইউনিয়ন

হলিমা গ্রাম জিনারী ইউনিয়ন

আমাদের গ্রামের নাম হলিমা। সবুজের ছায়াঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি ছোট্ট গ্রাম। এ যেন বিধাতার এক অপরূপ সৃষ্টি। কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এ আমাদের গ্রামের অবস্থান।

আমাদের গ্রামের পূর্ব পাশে বিলবাগমারা, পশ্চিমে জিনারী, দক্ষিণে গাবরগাঁও এবং উত্তরে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বনগ্রাম গ্রাম অবস্তিত। গ্রামের পূর্ব পাশে একটি ঐতিহ্যবাহি বিল রয়েছে। বিলটির নাম “বগারা বিল”। বর্ষাকালে যখন বৃষ্টি আর নদীর বাড়তি পানিতে টইটম্বুর হয় বিলটি তখন তার আপন সৌন্দর্য ফিরে পায়। বিলের চারপাশের মানুষ ৬ মাস মাছ ধরে আমিষের চাহিদা পুরনের পাশাপাশি জিবীকাও নির্বাহ করে থাকে।

সন্ধার পর দেখা যায় আর এক নয়নাবিরাম দৃশ্য, গায়ের ছেলেরা লন্টন, কুছ আর পলো (মাছ ধরার যন্ত্র) হাতে বেরিয়ে পরে মাছ ধরার জন্য। দূর থেকে দেখলে মনে হয় জোনাকী পোকার মেলা বসেছে। বিলের চারপাশ জলমল করে লন্টনের আলোতে। মধ্যরাত পর্যন্ত চলে এই দৃশ্য। বিলের দক্ষিণ পাশে বয়ে গেছে একটি সরু খাল, যেটি ব্রম্মপুত্রে নদের সাথে যুক্ত হয়েছে।

খালের উপর রয়েছে একটি ছোট্ট পুল যাহা আমাদের গ্রামকে অন্য গ্রামের সাথে যুক্ত করেছে। মধ্যে রাত পর্যন্ত চলে পুলের উপর মানুষের আড্ডা, কেউবা , জাল পেতে মাছ ধরে আবার কেউবা বাশীর সূরে মনোরম করে তুলে রুপালি রাত। গ্রামের মানুষগুলো অতি সাধারণ জীবনজাপন করে। তাদের নেই কোন উচ্চাকাঙ্ক্ষা, নেই তাদের বড় কোন চাওয়া। একে অন্যের বিপদে সবাই মিলে জাপিয়ে পরে।

একটা সময় ছিলো গ্রামে বিভিন্ন ধরনের উৎসব হতো যেমন জারিগান, সারিগান, পুথি গান, লাঠি খেলা, নৌকা বাইচ, হাডুডু, দাড়িয়াবান্ধা, কিচ্ছা কাহিনী, বৈশাকী মেলা, যাত্রাপালা আরো কতো কি। কিন্তু আজকাল আর এগুলো আর তেমন দেখা যায়না। কালের বিবর্তনে আর আধুনিকতার কড়াল গ্রাসে হারিয়ে যাচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্য। বর্তমান প্রজন্ম হয়তো কোনদিন জানতেই পারবেনা গ্রামে এতো সুন্দর আর এতো মজার মজার অনুষ্ঠান হতো।

শহুরে নিয়ামতান্ত্রিক আর যান্ত্রিক জীবন যখন অসয্য মনে হয় তখন মনে পরে গ্রামের সেই অবাধ ছুটে চলা, বিলের জলে লাফালাফি, কলাগাছের ভেলায় চড়ে ছিপ দিয়ে মাছ ধরা, মেঠোপথে হেটে হেটে স্কুলে যাওয়া, স্কুল থেকে বাড়ি ফিরে মায়ের হাতের কুমড়া পাতার পুলি আর টেংরা মাছের জুল দিয়ে ভাত খাওয়া, সন্ধ্যা হলে হারিকেনের ছিমনি পরিস্কার করে পড়তে বসা। স্মৃতির পাতায় সব সময় ভেসে আসে শৈশব আর গ্রামের প্রতিচ্ছবি। আমি আমার গ্রামকে মায়ের মতো ভালোবাসি। খুব মিছ করি আমার গ্রামকে, গ্রামের মানুষকে। আমার গ্রাম আমার অহংকার।

মোঃ তানজির আলম
গ্রামঃ হলিমা
পোঃ হাজীপুর
ইউনিয়নঃ জিনারী
উপজেলাঃ হোসেনপুর
জেলাঃ কিশোরগঞ্জ

image 9
image 8
image 7
image 6
image 5
image 4