স্বরগ্রাম গ্রাম সাঁথিয়া ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

স্বরগ্রাম গ্রাম সাঁথিয়া ইউনিয়ন

আমার গ্রামের নাম স্বরগ্রাম। সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার অন্তরগত একটি গ্রাম। গ্রাম হিসাবে এর গোড়া পত্তন হয়েছে প্রায় ২০০ বছরের বেশি সময় আগে। আগে হিন্দু বসতী থাকলেও বর্তমানে আমাদের গ্রামে কোন হিন্দু বসতী নাই। গ্রামটা অনেক লম্বা। পুরো গ্রাম আবার কয়েকটি পাড়ায় বিভক্ত। গ্রামের জন সংখ্যা প্রায় ১০০০০ এর কাছে কাছি। গ্রামের মধ্যে দিয়ে একটা ছোট নদী বয়ে গেছে যার নাম জলকা নদী।

একটা সময় এই জলকা নদীতে নৌকা প্রতিযোগিতা হত। যার সুনাম এখনো আসেপাশে আছে। এছাড়া গ্রামে একটি দাখিল মাদ্রাসা, একটি প্রাইমারি স্কুল ও একটি হাফিজিয়া মাদ্রাসা আছে। গ্রামে তিনটা বড় মসজিদ রয়েছে। জান্নাতুল ফেরদাউস নামে নতুন একটা সুন্দর জামে মসজিদ হয়েছে। গ্রামের মানুষ গুলো সহজ সরল। প্রধান পেশা কৃষি। এখানে প্রচুর পেয়াজ রশুন হয়। এই গ্রামের মানুষ চা খেতে খুব ভালো বাসে। গ্রামের মোড়ে মোড়ে চায়ের দোকান বিদ্যামান। পকেটে টাকা না থাকলেও তাদের চা আর পান খাওয়া চাই ই চাই। যেটা তাদের খারাপ অভ্যাস গুলোর একটা। গ্রামের পাশে একটা ব্রেজ আছে। যেটা বর্ষার সময় খুব সুন্দর দেখায়। মানুষ জন বিকেলে সন্ধ্যায় রাতে ব্রিজের উপর বসে আড্ডা দেয়। সব মিলিয়ে গ্রামটা গ্রাম বাসির কাছে অসাধারন একটা গ্রাম।

লিখেছেন : এ এস এম মোনোয়ার হুসেন