সোহরাব মাষ্টারের কান্দি (রাজাপুর) গ্রাম নওপাড়া ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

সোহরাব মাষ্টারের কান্দি (রাজাপুর) গ্রাম নওপাড়া ইউনিয়ন

নওপাড়া ইউনিয়ন হচ্ছে, শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার পদ্মা নদী দ্বারা বেষ্টিত একটি ইউনিয়ন। এ ইউনিয়নে কয়েকটি গ্রাম রয়েছে। এর মধ্যে সোহরাব মাষ্টারের কান্দি অন্যতম। এ গ্রামটি নওপাড়া ইউনিয়নের মধ্যখানে অবস্থিত।

আমাদের গ্রামটি পূর্ব-পশ্চিমে লম্বা। এর আয়তন প্রায় ৭৫০ বর্গ মিটার। এ গ্রামে ১০০০ লোক বাস করে। গ্রামের সামনে একটি রাস্তা ও পিছনে একটি অর্ধপাকা রাস্তা। এ গ্রামের সামনে একটি বিল ও পিছনে একটি। পিছনে বিলটির দুই পাশে দুইটি কাঠের পুল এবং চতুর্দিকে রাস্তা গ্রামটির সৌন্দর্য কয়কগুন বাড়িয়ে দিয়েছে। এ বিলটিকে একটি পিকনিকস্পট হিসাবে ব্যবহার করা যায় ।

এ বিলের দক্ষিন পাশে সোহরাব মাষ্টারের বাড়ি ও উত্তর পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক মুন্সীর বাড়ি ও বর্তমান চেয়ারম্যান সোহেল মুন্সীর বাড়ি। গ্রামে এক মাত্র ওয়াক্ফকৃত মসজিদ হচ্ছে সরদার বাড়ি জামে মসজিদ। এ গ্রামের সবাই মুসলিম। প্রধান পেশা হচ্ছে কৃষি। এ ছাড়া জেলে ও অন্যান্য পেশার লোক এ গ্রামে বাস করে। এ গ্রামে কিছু সরকারি চাকুরী জীবিও আছে। এ গ্রামের সবাই শান্তি প্রিয়।