সৈয়দাবাদ গ্রাম বিনাউটি ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

সৈয়দাবাদ গ্রাম বিনাউটি ইউনিয়ন

সৈয়দাবাদ গ্রামের নামকরণ : এ গ্রামের সৈয়দ জহিরুল কাইয়ুম বলেন সৈয়দরা ব্রাহ্মণবাড়িয়ায় এসেছিল মূলত ইসলাম ধর্ম প্রচারের জন্য । তার আগেই খাঁ , মােল্লা , চৌধুরী , ভূইয়ারা দাপটেই গ্রামে বাস করত । সৈয়দদের সঙ্গে আত্মীয়তা ছিল গর্বের বিষয় । সৈয়দাবাদের চৌধুরীরা খুবই প্রভাবশালী ছােট জমিদার ছিল । নাসিরনগরের ফান্দাউক , গােকর্ণ থেকে সৈয়দরা ভক্তদের জন্য এ গ্রামে আসত । সৈয়দাবাদের চৌধুরীদের একটি পরিবার সম্রান্ত এক সৈয়দকে গ্রামে জামাতা করে রাখেন এবং ভূমি প্রদান করেন । কোন সময়ের ঘটনা তা বলা যাচ্ছে না । সৈয়দদের বেশ কয়েকটি পরিবার এখনাে গ্রামে বাস করেন । তাই গ্রামের নাম সৈয়দাবাদ ।