সীতারামপুর গ্রাম কৃষ্ণনগর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

সীতারামপুর গ্রাম কৃষ্ণনগর ইউনিয়ন

নবীনগরের কৃষ্ণনগর ইউনিয়নের অন্তর্গত সীতারামপুর একটি গ্রাম । এই গ্রামের নামকরণে রয়েছে একটি উল্লেখযােগ্য ঘটনা । পার্শ্ববর্তী উপজেলা মুরাদনগর উপজেলার বাঘরনগর ( লুরলা ) বর্তমানে হােল্লা গ্রামের তৎকালীন মুসলিম প্রতিক্রিয়াশীল জমিদার মীর আশ্রাব আলীর রাজদরবারের রাজকর্মচারি ছিলেন সীতারাম পােদ্দার । জনশ্রুতি আছে , একদা মীর আশ্রাব আলীর খেয়ালিপনার সুযােগে ; ত্রিপুরা রাজ্য হতে নবীনগর অঞ্চলটির শাসনভার নিজ আধিপত্যে নিয়ে এলে তিনি মীর আশ্রাব আলীর বিরাগভাজন হন । এবং মীর আশ্রাব আলীর আক্রমণের শিকার হয় সীতারাম । তিনি কুড়িগ্রামের অদূরে একটি জঙ্গলাকীর্ণ স্থানে আশ্রয় নেন । পরবর্তী পর্যায়ে সীতরাম মীর আশ্রাব আলীর আক্রমণ হতে মুক্ত হয়ে , জঙ্গলাকীর্ণ স্থান হতে বেরিয়ে আসেন । ফলে সীতারাম পােদ্দার যে স্থানটিতে নিজকে আত্মরক্ষা করেছিলেন সেই স্থানটির নাম ই সীতারামপুর হিসেবে পরিচিত হয় ।