সিকদার পাড়া চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

সিকদার পাড়া চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন

আমার গ্রামের নাম সিকদার পাড়া। আমাদের “সিকদার পাড়া” গ্রামটি গ্রাম হিসেবে গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্যের এক অনন্য পরিচয় বহন করে।উপরিউক্ত সিকদার পাড়া আদর্শ গ্রাম চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার অন্তর্গত ১১ নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর অন্তর্ভুক্ত।

আমদের গ্রামের লোকসংখ্যা প্রায় ২ হাজার।আমাদের গ্রামের স্বাক্ষতার হার প্রায় ৫০-৬০ শতাংশ বলা যেতে পারে। তবে বেশির ভাগ মানুষয় কিন্তু কৃষিনির্ভর হয়ে জীবিকা  নির্বাহ  করে। উক্ত গ্রামে একটি সরকারি স্কুল ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।

আমাদের গ্রামের দক্ষিণ পাশ দিয়ে বয়ে গেছে বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কর্ণফুলী যার দৈর্ঘ্য প্রায় ৩২০ কি.মি. পর্যন্ত বিস্তৃত। গ্রামের উত্তর দিক দিয়ে বিদ্যমান আলোচিত রাঙ্গুনিয়া “গুমাই বিল” যেখানে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে গ্রামের প্রায় ৭০-৮০ শতাংশ মানুষ।

আমাদের গ্রামের মধ্যে রয়েছে ঐতিহাসিক হাসেম খাল যা আমাদের গ্রামের উত্তর দক্ষিণ মাঝ বরারবর গুমাইর বিল হয়ে কর্ণফুলী নদীতে পতিতে হয়েছে। লোকমতে এই খাল মূলত কৃষিকাজে পানিসেচের জন্য খনন করা হয়েছিল ১৯৯০ সালের গোড়ার দিকে।

আমাদের গ্রামের পশ্চিমে রয়েছে কর্ণফুলী জুটস মিলস লিমিটেড আর পূর্বে রয়েছে কর্ণফুলী পেপার মিলস লিমিটেড। কৃষিকাজের পাশাপাশি গ্রামের মানুষ উক্ত জুটমিলস ও পেপার মিলে এ কাজ করে অর্থ উপার্জন করে। 

মোহাম্মদ কামাল হোসেন

চবি(অনার্স),মাস্টার্স (ঢাবি)

image 1