সাহেবনগর গ্রাম কাজিপুর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

সাহেবনগর গ্রাম কাজিপুর ইউনিয়ন

অামার গ্রামের নাম সাহেবনগর এটা মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের একটা গ্রাম। এটা কাজিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের একটি গ্রাম। আমাদের গ্রামটি সীমান্তবর্তী এলাকা,অামাদের গ্রামের নাম করণ সম্পর্কে যতটুকু জানি সেটা হল যখন ইংরেজরা অামাদের দেশ শাসন করতো তখন তারা অামাদের গ্রামে থাকত তাদেরকে গ্রামবাসি সাহেব বলে ডাকতো সেই থেকে অামাদের গ্রামের নাম সাহেবনগর।

ইংরেজরা যখন নীল চাষ করতো তারা যে বাড়িতে বাসবাস করতো তার কিছু চিহ্ন ছিল কিন্তুু সময়ের সাথে সেগুলো নষ্ট হয়ে গেছে। অামাদের গ্রামের কৃতি সন্তান মৃতঃশাহ্ অালম যিনি সাফ গেমসেে টানা দুবার স্বর্ণপদক পান এবং ১৯৯১ সালে স্বাধীনতা পুরষ্কার পান। অামার কাছে অামার গ্রাম অনেক ভালোবাসার একটা যায়গা যেখানে গেলে অামার সবটুকু সুখ খুঁজেে পায়।