সাপানিয়া গ্রাম চরবাড়ীয়া ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

সাপানিয়া গ্রাম চরবাড়ীয়া ইউনিয়ন

আমাদের গ্রামের উত্তর পাশ দিয়ে বয়ে গেছে আরিয়াল খাঁ নদীর শাখা নদী (তালতলীর নদী নামেও পরিচিত)। গ্রামের ভিতরে রয়েছে ৯ টি মসজিদ, একটি দাখিল মাদ্রাসা, একটি প্রাইমারী স্কুল। আমাদের গ্রামটি কৃষিভিত্তিক, এখানকার অধিকাংশ মানুষ চাকরিজীবি এবং ব্যবসায়ী।

গ্রামের ভিতর পরিচিত কিছু বাড়ী রয়েছে যেমন – কাজী বাড়ী, ছাদদেয়াল বাড়ী, খান বাড়ী, সিকদার বাড়ী, মোল্লা বাড়ী, হাওলাদার বাড়ী, তালুকদার বাড়ী, আমাদের গ্রামে কাজী বাড়ীর কাজী নাসির উদ্দিন সাহেব (কাজী গোলাম কাদের স্যার, সাবেক প্রিন্সিপাল – বরিশাল বি এম কলেজ, যিনি কে. জি. স্যার নামে পরিচিত) বাংলাদেশ গণপূর্ত বিভাগের প্রধান চিপ ইঞ্জিনিয়ার ছিলেন।

বর্তমান মেম্বর হচ্ছেন ছাদদেয়াল বাড়ীর মো : হাবিবুর রহমান টিপু। কাজী সাঈদুজ্জামন সাঈদ (০১৭৬৬৭৩২৫৫৩)