সলঙ্গী গ্রাম ধোপাদহ্ ইউনিয়ন

সলঙ্গী গ্রাম ধোপাদহ্ ইউনিয়ন
সলঙ্গী গ্রাম ধোপাদহ্ ইউনিয়ন
FB IMG 15977782724944657
সলঙ্গী গ্রাম ধোপাদহ্ ইউনিয়ন

সলঙ্গী গ্রামের অবস্থান ও পরিচয়ঃ   

ইছামতী নদীর পশ্চিম পাড়ে অবস্থিত সলঙ্গী গ্রাম।
সাঁথিয়া উপজেলা সদর হইতে ৩কিলোমিটার দূরে উত্তর পশ্চিম কোনে অবস্থিত গ্রামটি । উক্ত গ্রামে যাতায়াতের জন্য রয়েছে পাকা রাস্তা এবং গ্রামের ভেতর দিয়েও পাকা রাস্তা রয়েছে গ্রামের মানুষের যাতয়াত, সহজে কৃষি পণ্য বাজার জাত করণ ও প্রয়োজনীয় যানবাহন চলাচলের জন্য৷ উক্ত গ্রামে তিনটি মসজিদ, একটি মাদ্রাসা, সলঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়,সলঙ্গী ঈদগাহ্ মাঠ,কবরস্থান রয়েছে।এই গ্রামে শতভাগ মুসলমান বসবাস করে। এই গ্রামের ছেলে-মেয়েরা প্রাথমিক বিদ্যালয়ের পাঠ শেষে সাঁথিয়া উপজেলা সদরের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে অথবা মাদ্রাসাতে পড়াশোনা করে থাকে।

এই গ্রামের বেশির ভাগ লোক কৃষি কাজে সম্পৃক্ত আবার যাহারা শিক্ষিত তাহারা বিভিন্ন স্থানে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। আবার অনেকে গ্রামে অবস্থান করে চাকরির পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক কাজে জরিত থাকে।তবে গ্রামে অবস্থানকারী বেশির ভাগ লোক কৃষি কাজ করে। সলঙ্গীর মাঠে প্রচুর পরিমাণে পেঁয়াজের ও বাঙ্গী তরমুজের আবাদ হয় এছাড়াও পাট,ধান,গম,মরিচ,পটল,করলা,শসা সহ প্রায় সব রকমের সবজির চাষ হয়।এই গ্রামের আর একটা আয়ের প্রধান উৎস গবাদি পশু পালন (বিশেষ করে এই গ্রামের ৭৫% বাড়িতে বিদেশি জাতের গাভী ও ষাঁড় পালন করে থাকে।) প্রতিদিন গড়ে ৩৫-৪০মন দুধ এই গ্রাম হতে প্রাণ কোম্পানি, বাঘাবাড়ী মিল্ক ভিটা -সহ বিভিন্ন অনুষ্ঠানে সরবরাহ করা হয়। এই গ্রামের কেন্দ্রীয় জায়গা হচ্ছে সলঙ্গী বটতলা বাজার। এই বাজরে মুদি দোকান,কিট-নাশকের দোকান,সেলুন,চায়ের দোকান,ঔষধের দোকান,

প্রাণ ডেইরি চিলিং সেন্টার, ঔষধের দোকান সহ বিভিন্ন পণ্যের দোকান। গ্রামের লোকজন অবসর সময়ে এই বাজারে সমাবেত হয়। গ্রামের সবাই মিলেমিশে ঈদ ও সামাজিক অনুষ্ঠানে একত্রিত হয়ে আনন্দ উপভোগ করে।গ্রামের সবাই মিলেমিশে যে-কোনো সমস্যা সমাধান করে। সর্বপরি গ্রামের সবাই মিলেমিশে সলঙ্গী গ্রামে বসবাস করে ।

0