ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাওয়ার সকল ট্রেনের সময় সূচি

ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাওয়ার সকল ট্রেনের সময় সূচি জেনে নিন৷ ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন বাংলাদেশের একটি অন্যতম জনবহুল রেল জাংশন। সিলেট, চট্টগ্রাম এবং নোয়াখালী থেকে টাকার উদ্দেশ্য ট্রেনগুলো ব্রাহ্মণবাড়িয়া রেল জাংশন হয়ে যেতে হয়। তাই রেল পথে যোগাযোগের ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার জনসাধারণ বাংলাদেশের অন্যান্য জেলা এবং বিভাগ থেকে অনেক টা এগিয়ে। ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাওয়ার তিন ধরনের ট্রেন রয়েছে।

১ এক্সপ্রেস বা দ্রুতগামী ট্রেন

২ আন্তনগর ট্রেন

লোকাল ট্রেন

১ এক্সপ্রেস বা দ্রুতগামী ট্রেন বা দ্রুতগামী ট্রেন

ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাওয়ার এক্সপ্রেস ট্রেন হচ্ছে মহানগর এক্সপ্রেস, মহানগর গোধূলি, পারাবত এবং তূর্ণা নিশিথা

এক্সপ্রেস ট্রেনের সময় সূচি

তূর্ণা নিশীথা

যাত্রা শুরু ভোর রাত ৩ টা ৪৫ মিনিট পৌছানোর সময় সকাল ৬ টা ২০ মিনিট বন্ধের দিন নাই , ট্রেন কোড: ৭৪১

মহানগর এক্সপ্রেস

যাত্রা শুরু বিকাল ৫ টা ১০ মিনিট পৌছানোর সময় সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট বন্ধের দিন রবিবার , ট্রেন কোড : ৭২১ মহানগর গোধূলি যাত্রা শুরু সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট পৌছানোর সময় রাত ৯ ট ৪৫ মিনিট বন্ধের দিন নাই, ট্রেন কোড :৭০৩

পারাবত

যাত্রা শুরু রাত ৮ টা ১০ মিনিট পৌছানোর সময় রাত ৯ টা ৪৫ মিনিট সাপ্তাহিক বন্ধ : মঙ্গলবার, ট্রেন কোড : ৭১৩

২ আন্তনগর ট্রেন

আন্তনগর ট্রেনের যাতায়াত ব্যাবস্থা আগের চেয়ে অনেকটা উন্নতির দিকে। ডাবল লেন হওয়াতে রেল পথে অল্প সময়ে ঢাকা যাওয়ার অন্যতম ট্রেন। উপকূল, জয়ন্তিকা এবং চট্রলা

আন্তনগর ট্রেনের সময় সূচি

উপকূল

যাত্রা শুরু সকাল ৯ টা ৪৫ মিনিট পৌছানোর সময় দুপুর ১২ টা ৩০ মিনিট সাপ্তাহিক বন্ধ : বুধবার, ট্রেন কোড : ৭১১

চট্রলা

যাত্রা শুরু দুপুর ১২ টা ৫০ মিনিট পৌছানোর সময় বিকাল ৩ টা ৩০ মিনিট সাপ্তাহিক বন্ধ : মঙ্গলবার, ট্রেন কোড : ৭৬৭

জয়ন্তিকা

যাত্রা শুরু দুপুর ১ টা ৫০ মিনিট পৌছানোর সময় বিকাল ৪ টা ২০ মিনিট ৩

লোকাল ট্রেন

এই ট্রেনের মধ্যে কর্ণফূলি এবং ব্রাহ্মণবাড়িয়া নিজস্ব ট্রেন তিতাস কমিউটার রয়েছে। জনসাধারণ এবং স্থানীয় মানুষ এই ট্রেনে অল্প টাকায় যাতায়াত করে থাকে

তিতাস কমিউটার (প্রথম যাত্রা)

যাত্রা শুরু ভোর রাত ৫ টা ৩০ মিনিট পৌছানোর সময় সকাল ৮ টা ৪৫ মিনিট বন্ধের দিন নাই

তিতাস কমিউটার ( দ্বিতীয় যাত্রা)

যাত্রা শুরু দুপুর ১২ টা ৩০ মিনিট পৌছানোর সময় বিকাল ৩ টা ৪৫ মিনিট বন্ধের দিন নাই

কর্ণফূলি

ব্রাহ্মণবাড়িয়া আসে বিকাল ৩ টা ৫০ মিনিট পৌছানোর সময় রাত ৮ টা ১০ মিনিট বন্ধের দিন নাই

বাসে যাওয়ার সময়সূচি দেখুন