শ্রুতিধর গ্রাম ভোটমারী ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

শ্রুতিধর গ্রাম ভোটমারী ইউনিয়ন

গ্রামের পরিচয়:

আমাদের গ্রামের নাম শ্রুতিধর, পোষ্ট অফিস- চৌধুরীরহাট, ইউনিয়ন- ভোটমারী, ৮ নং ওয়ার্ড।

সবুজ, শ্যামল ও প্রাকৃতিক সুন্দর পরিবেশে ভরপুর শ্রুতিধর গ্রামটি। এ গ্রামে প্রায় ৩০০০০ হাজার পরিবার বসবাস করে। এ গ্রামটির পূর্ব পার্শ্বে ঐতিহাসিক রেল লাইন অবস্থিত এবং পশ্চিমে জামির বাড়ী ৯ নং ওয়ার্ড অবস্থিত। তার পশ্চিমে তিস্তা নদী অবস্থিত। এই গ্রামে অনেকগুলো মসজিদ, মাদরাসা, স্কুল অবস্থিত। আছে। এই গ্রামের অধিকাংশ মানুষ দিন মজুর। তারা সবাই সুখি জীবন-যাপন করেন। 

চাষাবাদ:

এই গ্রামের মানুষের প্রধান আয়ের উৎস হলো ধান, তামাক, ভুট্টা ইত্যাদি।

শিক্ষা হার:

এই এলাকার শিক্ষা হার প্রায় শতকরা ৬০%। এই এলাকায় অসহায় ফ্যামিলীগুলোতে মা-বোনেরা সবাই আকিজ বিড়ি তৈরি করে থাকেন। যা প্রতি হাজার বিড়ি তৈরী করলে তারা মাত্র ১৪/১৫ করে পেয়ে থাকেন। এই অল্প টাকায় তারা খুব খুশি মনে এই বিড়ি তৈরী করে থাকেন।

এই এলাকায় কয়েকটি স্কুল আছে। যথা- আফজাল উদ্দিন পাবলিক ভোকেশনাল উচ্চ বিদ্যালয়, খামার জামির বাড়ী সরকারী প্রাথমিক ও শ্রুতিধর সরকারী প্রাথমিক বিদ্যালয় ইত্যাদি।