শ্রীনগর গ্রাম করিমপুর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

শ্রীনগর গ্রাম করিমপুর ইউনিয়ন

সত্যিই আমার কাছে আমার গ্রাম পৃথিবীর শ্রেষ্ঠ গ্রাম। শ্রী অর্থ সুন্দর নগর অর্থ শহর বা গ্রাম শ্রীনগর একটি সুন্দর গ্রাম। পৃথিবীর বহু জায়গার নাম শ্রীনগর ।

শ্রীনগর গ্রাম টি নরসিংদী সদর থানা ,করিমপুর ইউনিয়নে অন্তর্গত। ভূগোলিক দিক বিবেচনায় শ্রীনগর একটি চর অঞ্চলীয় গ্রাম।করিমপুর ও নজরপুর ইউনিয়নের চাঁর পাশে মেঘনা নদী দ্বারা বেষ্টিত।সরকারের সুদৃষ্টি হলে এটি বাংলাদেশের পর্যটন কেন্দ্র রূপ দেওয়া সম্ভব । ( জগতপুর, পঞ্চবটি ,রসুলপুর) কে মূলত শ্রীনগর হিসাবেই ধরা হয়।শ্রীনগর একটি বৃহত্তম গ্রাম।এই গ্রামের প্রায় ৭৫০০ ভোটার ।লোক সংখ্যা প্রায় ১৫০০০।প্রায় ৯০% মুসলিম ১০% হিন্দু বসবাস করে।

ভূগোলীক অবস্থান পূর্ব দিকে নদী পার হয়ে বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।উত্তর দিকে নদী পার হয়ে রায়পুরা, নরসিংদী ।দক্ষিণ দিকে বাহের চর ,পশ্চিম দিকে বাউশিয়া, করিমপুর।ঢাকা থেকে যাতায়াত বাস যোগাযোগ নরসিংদী নতুন বাস ইস্টেন অটো বা সি এন জি তে শ্রীনগর বর্তমান ভাড়া ৩০ টাকা। নরসিংদী রেলস্টেন থেকে পুরাতন বাস ইস্টেন।বর্তমান ভাড়া ৫ টাকা। পুরাতন বাস ইস্টেন থেকে অটো বা সি এন জি তে শ্রীনগর ।ভাড়া ত্রিশ টাকা।সময় আধা ঘন্টা।

প্রতিষ্ঠান – একটি হাই স্কুল, একটি দাখিল মাদ্রাসা, দুটি মহিলা মাদ্রাসা ,তিন টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,তিন টি সরকারি ক্লিনিক ,দুটি কেজি স্কুল,  হাফেজিয়া মাদ্রাসা ও কয়েক টি এনজিও প্রতিষ্ঠান। 

গ্রামাটি তে দুটি বাজার রয়েছে যেখানে নিত্যপণ্যসহ সকল প্রকার পণ্য ক্রয় বিক্রয় হয়।গ্রামের রাস্তাটি পাকা।ছায়াঘেরা গ্রামের বিশাল ফসলী জমি,প্রধান ফসল ধান।

ব্যক্তিবর্গ – শহিদ বুদ্ধিজীবি ড. মো. সাদত আলী, সুলতান উদ্দিন ভূইয়া,মতি উল্লাহ ভূইয়া, হাজী মান্জু মিয়া সাব প্রমুখ।

নরসিংদী শহরের অধিকাংশ শিল্পপতি শ্রীনগর গ্রামের।

  • I Love Sreenagor