শাহীটারী গ্রাম লালমনিরহাট পৌরসভা

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

শাহীটারী গ্রাম লালমনিরহাট পৌরসভা

এটি লালমনিরহাট জেলার লালমনিরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের অন্তভূক্ত। এটি একটি প্রশাসনিক এলাকা। আমাদের গ্রামে প্রায় ৮০ টি পরিবার বিদ্যমান, সকলেই দিনমজুর। উচ্চবিত্ত বা সরকারি চাকুরিজিবি কেউ নেই কিন্তু তবুও ভালোবাসার কোন অভাব নেই।

গ্রামে মুসলমান সম্প্রদায় ব্যাতিত অন্য কোন ধর্ম নেই। খুবই ছোট একটা গ্রাম তবুও অপরুপ সৌন্দর্য ভরপুর। এর উত্তরে ফুলগাছ গ্রাম তবে মাঝে ছোট একটি রেলের ভাংগা সেতু আছে। দক্ষিনে সবুজপারা গ্রাম তবে মাঝে বিশাল প্রান্তর ধানের ক্ষেত। পূর্বে ও বিশাল ধানের ক্ষেত তারপরে ভাটিবাড়ি গ্রাম আর পশ্চিমে মোগলহাটে যাবার পরিত্যাক্ত রেললাইন।

শাহী নামে এলাকায় এক বৃদ্ধ ছিলেন, বেশ পরিচিত মুখ তাই কথায় কথায় তার নামের টারী হয়ে যায়, দুই মিলে শাহীটারী।