শাহপুর গ্রাম রতনপুর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

শাহপুর গ্রাম রতনপুর ইউনিয়ন

সবাই বলে মীর শাহপুর। কেউ কেউ বলে, সৈয়দ বংশীয় লােকেরা শাহপুর গ্রামে বাস করে। মীরদের অনেক পূর্বেই গ্রামে কাজিদের বাস। লােকমুখে। প্রচলিত সুলতান আলাউদ্দিন হােসেন শাহের নামে দুটি গ্রামের নামকরণ হয়।

হােসেনপুর ও শাহপুর তাঁর নামেই দুটি গ্রাম। একথার কোনাে ঐতিহাসিক ভিত্তি পাওয়া যায়নি। আগেই হিন্দু সাহা সম্প্রদায় এ গ্রামে বাস করত। বিভিন্ন বর্ণের হিন্দুরা শাহপুর গ্রামে বাস করত। ১৯১০-১২ সালে ব্রিটিশ রেকর্ডে সাহাপুর’ নামটি লেখা। সাহা শব্দের আ প্রত্যয় লােপ পেয়ে সাহ’ হয়েছে। মােগল সেনাপতি মির্জা নুরুল্লাহ বেগ ও | তাঁর পরবর্তী শাসকরা ১৬২৩ সালের পরে এ গ্রামে মুসলমানদের আবাস গড়ে তােলে।

ঢাকা ও দিল্লি থেকে আগত অনেক মুসলিম সেনাপতি ও যােদ্ধাদের নামের শেষে শাহ শব্দটি ব্যবহৃত হতাে। এ ‘শাহ’ থেকে শাহপুর। এ মতটি গ্রহণযােগ্য হলেও প্রথম মতটিকে অগ্রাহ্য করা যায় না। কারণ ব্রিটিশ রেকর্ডে সাহাপুর’ নামে গ্রামটি লিখিত।