লালপুর গ্রাম লালপুর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

লালপুর গ্রাম লালপুর ইউনিয়ন

মেঘনার পুর্ব তীরে অবস্থিত সবুজ শ্যামল একটি গ্রাম লালপুর।যার দক্ষিণে রয়েছে তিতাসের শাখা নদী পাগলা( আঞ্চলিক নাম পাগলনি)পাশাপাশি বাইশমৌজা বাজার,পুর্ব পাশে শরীফপুর ইউনিয়ন, উত্তরে রয়েছে আড়াইসিধা গ্রাম ও চরচারতলা। লালপুর ইউনিয়ন পোস্টকোড ৩৪০২।

এই গ্রামের নামকরনের ইতিহাস নিয়ে রয়েছে মতপার্থক্য। তবে প্রাথমিকভাবে ধারণা করা হয় চরলালপুর থেকেই লালপুর নামটি এসেছে। এ গ্রামে লোক সংখ্যা প্রায় ২৫০০০ হাজার(আনুমানিক)। এই গ্রামে রয়েছে ১ টি উচ্চ বিদ্যালয়, ৫ টি প্রাথমিক বিদ্যালয়,৫-৬ টির মত কিন্ডারগার্টেন সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান আরও রয়েছে শত বছরের পুরনো মঠ পাগলনাথের আশ্রম।

তাছাড়াও রয়েছে  যুগ যুগ ধরে ধরে রাখা গ্রামের সম্মানি, প্রশংসনীয় গুণীজন ও জাতির শ্রেষ্ঠসন্তান বীরমুক্তিযোদ্ধা । তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন,

  • স্বর্গীয় সুর্যকুমার দাস চৌধুর,
  • ডা.ফণিভূষণ রায়

সহ নাম না জানা আরও অনেকে। এ গ্রামের অর্থনীতি মুলত কৃষি নির্ভর। এ ছাড়াও রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।এ গ্রামের শুটকি দেশের অর্থনীতি কে উন্নয়ন  করার পাশাপাশি বৈদেশিক বানিজ্য কে করেছে আরও বিকশিত।                  

লালপুর