লহরী গ্রাম রসুল্লাবাদ ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

লহরী গ্রাম রসুল্লাবাদ ইউনিয়ন

নবীনগর উপজেলার লহরী গ্রামটি রসুল্লাবাদ ইউনিয়নের অন্তর্ভুক্ত । এ গ্রামের নামকরণ সম্পর্কে লহরী গ্রামের কবি মাে . ইয়াকুব আলী ( ছন্দ লহরী ) বলেন , লহরী ‘ শব্দের অর্থ ঢেউ । এই গ্রামটি জন্ম নেওয়ার আগে এই স্থানটি ছিল জলাশয় এবং এই জলাশয়ে ছন্দের তালে তালে ঢেউ উঠতো । একসময় এই ঢেউ মুছে যায় স্থানীয় মানুষদের বাসযােগ্য হয়ে ওঠে । কিন্তু জনবসতি গড়ে উঠলেও মুছে দেওয়া যায় নি সেই স্মৃতিময় জলাশয়ের ঢেউ । তাই এ অঞ্চলের নামটি হয় লহরী । এটি আলাদা মৌজা । জে . এল নং – ২১ ।