লতিফপুর গ্রাম শানখলা ইউনিয়ন

লতিফপুর গ্রাম শানখলা

লতিফপুর গ্রাম শানখলা ইউনিয়ন

লতিফপুর গ্রামটি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার একটি প্রসিদ্ধ গ্রাম। এটি ৫ নং শানখলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এর অন্তর্ভুক্ত। গ্রামটির পূর্ব দিকে গোগাউড়া ,  পশ্চিমে  পাট্রাশরীফ, উওরে কেউন্দা এবং  দক্ষিণে হবিবপুর অবস্থিত। আকার আকৃতির দিক থেকে লতিফপুর গ্রামটি খুব বড় নয়। প্রায় ৫০০- ৭০০ মানুষের বসবাস রয়েছে এই গ্রামে। লতিফপুর গ্রামের প্রায় ৯০-৯৫ ভাগ মানুষই শিক্ষিত।

এই গ্রামের অনেকেই দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে লেখাপড়া করতেছেন৷  লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লতিফপুর সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা  এই দুইটি প্রতিষ্ঠান নিয়েই এই গ্রাম।  শায়েস্তাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শানখলা ইউনিয়নের সাবেক সচিব এই গ্রামেরই সন্তান। গ্রামটি চুনারুঘাট থানার একটি মডেল গ্রাম হিসেবে পরিচিত এবং শিক্ষার হার বেশি হওয়ায় গ্রামটির বর্তমান প্রজন্মের অনেকেই সরকারি এবং বেসরকারি উচ্চ পর্যায়ে কর্মরত রয়েছেন।লতিফপুর গ্রামের নামকরণের সঠিক ইতিহাস এখনো জানা যায়নি।

যাতায়াতঃ রাইসমিল হতে দুই কিলোমিটার পশ্চিমে এবং  শাকির মোহাম্মদ বাজার হইতে দুই কিলোমিটার পূর্বে।