রায়পুর গ্রাম সিরাজগঞ্জ পৌরসভা

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

রায়পুর গ্রাম সিরাজগঞ্জ পৌরসভা

সিরাজগঞ্জ সদর পৌরসভার একটি ঐতিহ্যবাহী গ্রাম। জন সংখ্যা সব মিলিয়ে প্রায় ৭/৮ হাজার। ভোটার সংখ্যা ৩ হাজারের বেশী।  এই গ্রামে উত্তর বংগের বৃহত্তম পাটকল কওমী জুট মিল অবস্থিত। ২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২ টি মাদ্রাসা, ৫ টি মসজিদ, ২ টি ঈদ গাহ,  ১ টি কবরস্থান আছে। মুক্তিযুদ্ধে ২০ জনেরও বেশি যুবক ফ্রিডম ফাইটার হিসেবে যুদ্ধেে অংশ নিয়ে ছিল।

এ গ্রামেরই কৃতি সন্তান আঃকাদের উকিল সাহেব ছিলেন ক্যাপ্টেন মনসুর সাহেবের ঘনিষ্ট সহযোগ। এ গ্রামের মেধাবীসন্তান ডাঃ টিপু স্বনামধন্য চিকিৎসক, নজরুল ইসলাম পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর নামকরা প্রকৌশলী।  সমাজ সেবায় অগ্রনী ভূমিকা রেখেছেন মরহুম আজিজুল হক কমিশনার, মরহুম মোঃ আলী কমিশনার, মোক্তাল বাবু। জেলার রাজনীতিতে জড়িত জনাব নাজমুলইসলাম মুকুল,জেলা জাসদের সাবেক সেক্রেটারি। এই আছে অনেক কিছু বলার।