রায়নগর গ্রাম নাকোল ইউনিয়ন

গ্রামের দৃশ্য ছবি
গ্রামের দৃশ্য ছবি

রায়নগর গ্রাম নাকোল ইউনিয়ন

আমার গ্রামের নাম রায়নগর। গ্রামের পূর্ব পাশ দিয়ে গড়াই নদী বয়ে গিয়েছে। আমার গ্রামে হিন্দু মুসলিম এই দুই জাতির বসবাস।গ্রামের সর্ব পূর্ব দিকে আনুমানিক ৪০০ বছরের পুরোনো একটা মঠ রয়েছে।মঠটি নদীতে  দুই তৃতীয়াংশ ভেঙে গেছে।এই গ্রাম টিতে ১ টি প্রাথমিক বিদ্যালয় ও ৫ টা মসজিদ রয়েছে।

গ্রামের অধিকাংশ লোক ই কৃষি কাজ করে থাকে।বাদ বাকী কৃষি ও ব্যবসা জনিত কাজ করে তাকে। গ্রামটি সুনিবিড় ছায়াঘেরা।ইতিহাস ঘাটলে জানা যায় যে মগ জলদস্যু দের নামানুসারে মাশুরা নামটি এসেছে তারা এই গরাই নদী দিয়েই যাতায়াত করত। নদীতে নানা ধরনের মাছ পাওয়া যায়।বর্ষা মৌসুমে ইলিশ মাছও পাওয়া যায়।এই গ্রামটিতে বর্তমানে নদীর কূলে দুইটা ইটভাটা হওয়াতে গ্রাম ও নদীর পরিবেশ দূষিত হচ্ছে।