রাধাকান্তপুর গ্রাম দুড়দুড়িয়া ইউনিয়ন

রাধাকান্তপুর গ্রাম দুড়দুড়িয়া ইউনিয়ন

  • IMG 20201105 024641 b9365763আমার গ্রামের নাম রাধাকান্তপুর। এটি ০৮ নং দুড়দুড়িয়া ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত। গ্রামটি লালপুর উপজেলা থেকে প্রায় ১২ কিঃমিঃ উত্তর-পশ্চিমে অবস্থিত। এক বিশাল বিলের ধার ঘেঁষে গ্রামের অবস্থান যেটা এনে দিয়েছে গ্রামের অপরুপ সৌন্দর্য্য। গ্রামের পূর্ব দিকে জয়রামপুর,পশ্চিম দিকে মোল্লাপাড়া,উত্তর দিকে ধন্দহ,বোয়ালিয়া পাড়া এবং দক্ষিণ দিকে রামপাড়া গ্রামের অবস্থান।

আগে হিন্দু সম্প্রদায়ের বসবাস ছিলো  বিধায় সেখান থেকেই গ্রামের নাম রাধাকান্তপুর। বিলের ধারে অবস্থান হওয়ায় এই গ্রামের আরেক নাম দীঘলকান্দি। উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ স্থান সমূহের মধ্যে রয়েছে ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,
১ টি কমিউনিটি ক্লিনিক রয়েছে

১টি উচ্চ বিদ্যালয়, ১টি ভোকেশনাল, ১টি কলেজ ও ১টি বাজার।  গ্রামে ২টি মসজিদ রয়েছে। প্রতি শনি ও মঙ্গলবার গ্রামে হাট বসে। গ্রামের অধিকাংশ মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎস কৃষি ও ব্যাবসা।শীতকালে খেজুরের রস ও গুড়ের আমেজ বিদ্যমান এই গ্রামে। গ্রামের প্রায় ১০০০ মানুষের বসবাস।

এই গ্রামের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে প্রতি বছর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উৎযাপন উপলক্ষে ৩ দিন ব্যাপী এক বিশাল মেলার আয়োজন করা হয়, মেলার নাম “জামাই মেলা”। মেলায় ক্রীড়া প্রতিযোগিতা,মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পালাগান হয়। এই মেলা আমাদের সবার প্র্রিয়  অনুষ্ঠান ইত্যাদিতেও প্রচারিত হয়েছিলো। 

উল্লেখযোগ্য ব্যাক্তিবর্গের মধ্যে রয়েছেন – 

  • মোঃ বজলুর রহমান (অধ্যক্ষ- রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ) 
  • মরহুম মমজেদ আলী সরকার (প্রতিষ্ঠাতা- রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, সাবেক মেম্বার ও বিশিষ্ট সমাজ সেবক) 
  • মরহুম মসলেম সরকার (দাতা- রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ) 
  • মরহুম আফতাব সরকার (বীর মুক্তিযোদ্ধা ও মহুরি) 
  • মরহুম সামাদ সরকার (তৎকালীন মেম্বার ও হোমিওপ্যাথি ডাক্তার) 
  • আব্দুস সাত্তার সরকার সাবান (ডাক্তার) 
  • নওশেদ আলী নবাব সরকার (বিশিষ্ট সমাজ সেবক) 
  • মোঃ শাহিনুর রহমান (সহঃপ্রধান শিক্ষক) 
  • মোঃ জাহাঙ্গীর আলম (বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাবসায়ী)
  • ফারুক আমহেদ লিটন ( ইনস্পেকটর -ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স) 
  • মাহবুব আলম শহিদ (বিশিষ্ট সমাজ সেবক) 
  • আকরাম হোসেন বাদল (ডাক্তার) 
  • মোঃ আঃ গফুর প্রাং (সাবেক মেম্বার)
  • মৃত হাবিল সরকার 
  • মোঃ ছলেমান সরকার  প্রমুখ। 
  • মোঃ সাজদার রহমান (অবসরপ্রাপ্ত সহঃ প্রধান শিক্ষক- রাধাকান্তপুর সরঃপ্রাথঃ বিদ্যালয় )
  • মোঃ বাবর আহমেদ বাবু (সিনিয়র ডিজিএম- নাইচ ডেনিম মিলস্ লিমিটেড)
  • মোঃ রাজদুল ইসলাম (সহঃ শিক্ষক)
  • মোঃ মকবুল হোসেন (শিক্ষক)
  • মোঃ ফরজ আলী সরকার। প্রমুখ