রাজারকাঠী গ্রাম কলাখালী ইউনিয়ান

রাজারকাঠী গ্রাম কলাখালী ইউনিয়ান

রাজারকাঠী গ্রাম কলাখালী ইউনিয়ান

IMG 20170822 071438 01 01 8e57b005আমার গ্রামটা অনেক সুুুন্দর একটা গ্রাম। আমার গ্রামের পূর্ব্ব সাইডে রয়েছে কালিগঙ্গা নদী। দক্ষিণের রয়েছে  একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়়। পশ্চিমে আছে রাজার কাঠি বাজার । বাজারের পাশেই আছে মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়়। দক্ষিণ রাজার কাঠি রয়েছে সরকারি কমিউনিটি ক্লিনিক, দক্ষিণ রাজারকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, পশ্চিম রাজার কাছে আরো আছে এতিমখানা মাদ্রাসা, যেখানে আরবির পাশাপাশি বাংলা ইংরেজি শিক্ষা দেওয়া হয়।

এছাড়া ওই গ্রামের বিশেষত্ব হলো ,এই গ্রামের মানুষগুলো সহজ-সরল ও শান্তি প্রিয়,। আমাদের গ্রামের নদীর পাড় টা অনেক সুন্দর ও শান্ত, সবাই বিকেলবেলা সুযোগ পেলেই নদীর পাড়ে ঘুরতে যায় ।বিকেল বেলা নদীর পাড়ে প্রকৃতিক বাতাস মন কেড়ে নেওয়ার মতো। আমার গ্রামের কথা আমি যতই বলব ততই কম,,। কখনও আসলে বুঝতে পারবেন আমি কতটা সত্য বা কতটা মিথ্যা বলেছি,।চাইলে আমার গ্রামে একটা সুন্দর সময় কাটানোর জন্য ঘুরতে আসতে পারেন,।