রাজাপুর গ্রাম অরুয়াইল ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

রাজাপুর গ্রাম অরুয়াইল ইউনিয়ন

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার অরুয়াইল ইউনিয়নে অবস্থিত রাজাপুর গ্রাম।এটি ব্রাহ্মণবাড়িয়া জেলার উত্তর দিকে অবস্থিত।দুই পাশে নদী বেষ্টিত।পাঁচটি নদীর (মেঘনা,তিতাস,ঘোড়াউত্রা,সুরমা ও কালী নদীর এখান থেকেই শুরু মতান্তরে) মোহনায় অবস্থিত।নদীর বিশাল জলরাশির সাথে নদীর পাড়টা বালুময়।যা পুরোপুরি সমুদ্র সৈকতের মত।ফলে অনেকেই এটাকে রিভাররিচ রাজাপুর নামে অবহিত করে থাকে। সব মৌসুমেই কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিনোদনের জন্য শিক্ষা সফরসহ পারিবারিক পিকনিক করতে রাজাপুরে ঘুরতে আসেন।রিভারবিচের সাথে পতিত জমিতে অনেক গাছপালা আছে।ফলে ঘুরাঘুরির পর বিশ্রাম নিতে পারে।


ভৌগলিকভাবে রাজাপুর গ্রামের পশ্চিম পাশে ভৈরব উপজেলা,উত্তর পশ্চিম পাশে কুলিয়ারচর উপজেলা ও উত্তর পাশে বাজিতপুর উপজেলা।ফলে যোগাযোগ ব্যবস্থায় নৌকা পথেই তবে জেলা শহরের সাথে এখনো আধুনিক যোগাযোগ ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। ইউনিয়ন অরুয়াইলের সাথে বর্ষা মৌসুমে একমাত্র বাহন নৌকা আর বর্ষা মৌসুম ছাড়া মোটরসাইকেলে সরাসরি রাজাপুরে যেতে পারেন।