যাত্রাপুর গ্রাম আশুগঞ্জ সদর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

যাত্রাপুর গ্রাম আশুগঞ্জ সদর ইউনিয়ন

গ্রাম- যাত্রাপুর, ইউনিয়ন- আশুগঞ্জ সদর,  উপজেলা- আশুগঞ্জ।  কথিত আছে,  কোনো একসময় এই গ্রামে যাত্রা পালা হয়ত।  আর তাই এই গ্রামের নাম হয়- যাত্রাপুর।  গ্রামটির ভোটার সংখ্যা প্রায় ৫০০০  (পাঁচ হাজার) । এই গ্রামটি আশুগঞ্জ সদর ইউনিয়নে অবস্থিত।  গ্রামটির উত্তরে আশুগঞ্জ বাজার , দক্ষিণে ভবানীপুর, পশ্চিমে চর-চার তলা এবং পূর্বে বড় তল্লা অবস্থিত।  এই গ্রামটিতে ‘যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নামে একটি প্রাথমিক বিদ্যালয় এবং ‘আনছর আলী মডেল একাডেমি, নামে একটি উচ্চবিদ্যালয় রয়েছে। 

এছাড়াও এই গ্রামটিতে আরো ৫(পাঁচ) টি কিন্ডারগার্টেন রয়েছে। এইসব শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও এই গ্রামে একটি হাফিজিয়া মাদ্রাসা এবং একটি মহিলা মাদ্রাসা রয়েছে। ধর্মীয় আচার-অনুষ্টানের জন্য একটি ঈদগাহ মাঠ এবং ১২ টি মসজিদ ( আনুমানিক)   রয়েছে।