মেল্লা গ্রাম গোবিন্দপুর ইউনিয়ন

মেল্লা গ্রাম গোবিন্দপুর ইউনিয়ন

মেল্লা গ্রাম গোবিন্দপুর ইউনিয়ন

ঘাঘরি খালের তীরে অবস্থিত মেল্লা একটি ঐতিহ্যবাহী গ্রাম। এটি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার সাবেক ১৩নং এবং বর্তমান ৪নং গোবিন্দপুর ইউনিয়নের সর্ব দক্ষিণের গ্রাম। গ্রামের পূর্ব দিকে নাড়িদিয়া, দক্ষিণে শিকসাইল ও হাতিয়ামুড়ি, পশ্চিমে খানাতুয়া ও উত্তরে দোগাইয়া গ্রাম অবস্থিত। গ্রামটি লাকসাম উপজেলায় অবস্থিত কিন্তু গ্রামটির দক্ষিণ ও পশ্চিমের গ্রামগুলো নবগঠিত মনোহরগঞ্জ উপজেলার অন্তর্ভূক্ত।

মেল্লা গ্রামে- মেল্লা জে.সি.সি.কে উচ্চ বিদ্যালয় (হিন্দু জমিদার জগত চন্দ্র ও চন্দ্র সাহার নামে প্রতিষ্ঠিত), মেল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মেল্লা নূরানী মাদ্রাসা, ৩টি মক্তব ও ৩টি মসজিদ রয়েছে।

গ্রামটিতে একসময় হিন্দু আদিপত্য ছিল। একমাত্র শেখ বাড়ি ব্যতিত পূরো গ্রামে হিন্দু বসতি ছিল। বর্তমানে হিন্দুর কোন অস্তিত্ব নেই। সকল হিন্দু সেচ্ছায় জায়গা পরিবর্তন করে কিংবা বিক্রয় করে অন্যত্র নিজ ঠিকানা তৈরি করে নিয়েছে বিধায় পূরো গ্রামে মুসলমান বসতি রয়েছে।

গ্রামটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করা যেতে পারে- মোহাম্মদ সাফায়েত হোসাইন; মোবাইল- 01616154990/ 01918705444; মেইল- smsh1978@gmail.com/ smshafayet01@yahoo.com