মীরআলী পুর গ্রাম মিরোয়ারিশপুর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

মীরআলী পুর গ্রাম মিরোয়ারিশপুর ইউনিয়ন

 নোয়াখালী জেলাধীন বেগমগঞ্জ উপজেলার ৯ংমিরওয়ারিশপুর   ইউনিয়নের অন্তগত ৫ নং ওয়ার্ডভুক্ত মিরালীপুর গ্রাম।গ্রামটি নোয়াখালী কুমিল্লা মহাসড়কের  পশ্চিম পাশে  অবস্থিত। জনসংখ্যা আনুমানিক ১০ হাজার। গ্রামে একটি প্রাইমারী স্কুল এবং একটি মাদ্রাসা আছে। আপানিয়া এবং হুরির হাট নামক  দুটি গ্রাম্য বাজার নিয়ে এই গ্রাম।

গ্রামটির দক্ষিন পাশে মিরওয়ারিশপুর গ্রাম। যেখানে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ ও হাসপাতাল অবস্থিত।উত্তর পাশে রামনাথপুর । পুর্বে ১০নং  নরোত্তম পুর ইউনিয়নের রসুল্পুর গ্রাম।পশ্চিমে একই ইউনিয়নের লালপুর গ্রাম অবস্থিত। গ্রামের উত্তর পাশে নোয়াখালী কুমিল্লা হাইওয়ে পাশে রয়েছে ইন্টাম্যাক্স গ্রুপের তৈরী পোশাক কারখানা। 

গ্রামের দক্ষিন সীমানায় রয়েছে হোসাফ গ্রুপের কুইক রেন্টাল বিদ্যুৎ উতপাদন কেন্দ্র।  গ্রামের হাট আপানিয়া বাজারে রয়েছে ইসলামী ব্যাঙ্কের এজেন্ট ব্যাংকিং শাখা। 

বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে এই গ্রামে। উনাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজীর আহমেদ। নোয়াখালী জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক , দৈনিক  চলমান নোয়াখালী প্ত্রিকার সম্পাদক  রুদ্রমাসুদ এই গ্রামের বাসিন্দা। 

প্রবাসী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাশিয়া প্রবাসী জহিরুল ইসলাম এই গ্রামের বাসিন্দা। মাওলানা নুর উল্যা, জয়নাল মাস্টার সহ বহু সমাজ সেবকের জন্ম এই গ্রামে। 

গ্রামবাসীদের মধ্যে অনেক প্রবাসী যেমন রয়েছেন তেমনি রয়েছেন কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠী।