মহিষামুড়া গ্রাম রতনকান্দী ইউনিয়ন

মহিষামুড়া গ্রাম রতনকান্দী ইউনিয়ন

সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার   রতনকান্দী ইউনিয়নের ১ নংং ওয়াডে মহিষামুড়া নামক গ্রামটি অবস্থিত।এর পূর্ব দিকে কুডিপাড়া,পশ্চিম দিক সাতটিকরী- চড়পাড়া,উত্তরদিকে কালিকাপুর এবং দক্ষিত দিকে একডালা অবস্থিত।ব্রিটিশ আমলে মৈশামুরা থেকে মহিষামুড়া নাম তৈরি।

গ্রামে ২ টি সরকারি প্রাথমিকবিদ্যাল,৫ টি মাদ্রাসা আর অসংখ্যা মসজিদ রয়েছে,১৯৫০ সালের শেষের দিকে মেহের সরকার নামক একজন জমিদার ছিলেন।গ্রামের ভোটার সংখ্যা প্রায় ৩ হাজার। গ্রামের ৬০% পাকা রাস্তা রয়েছে,এছাড়া শহীদ এম মুনসুর আলী নামে একটি বড় রোড রয়েছে,য়া জেলা শহরের সাথে সংযুক্ত । গ্রামে একটি বিশাল বাজার রয়েছে । বাজারের পাশে সুবিশাল ও সৌন্দর্যখচিত একটি গোলচক্কর ও স্বাধীনতা স্তম্ব রয়েছে।