মনোহরপুর গ্রাম রাজাপুর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

মনোহরপুর গ্রাম রাজাপুর ইউনিয়ন

গ্রামটি রাজাপুর উপজেলা শহর থেকে পশ্চিমে অবস্থিত। মনোহরপুর নামকরণের কারণ জানা যায়না, তবে কথিত রয়েছে মুনার খাঁ নামক জনৈক ব্যক্তির নামে এ গ্রামটির নামকরণ করা হয়েছে। মুনার খাঁ অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং গরীবদের সাহায্য সহযোগিতা করতেন বলে কথিত রয়েছে। এ গ্রামে ২ টি প্রাইমারি স্কুল এবং একটি মাধ্যমিক স্কুল আছে। একটি মাদ্রাসা আছে। এ গ্রামটি উত্তর এবং দক্ষিণ অংশে বিভক্ত।

যেমন উত্তর মনোহরপুর এবং দক্ষিণ মনোহরপুর। গ্রামটিতে বিভিন্ন পেশাজীবীর লোকজন মিলেমিশে বাস করে। সবুজে ঘেরা গ্রামটিতে প্রচুর শাক সবজি চাষ হয়। পুকুর ও খাল বিলে মাছ রয়েছে। সবচেয়ে ভালো দিক হচ্ছে এর যোগাযোগ ব্যবস্থা। গ্রামটির সাথে উপজেলা শহরের যোগাযোগ রক্ষার জন্য পাকা রাস্তা রয়েছে। পুরো গ্রামেই পাকা রাস্তা আছে এবং রিক্সা ও অটো রিক্সা চলাচল করে। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন- 01716320686 নম্বরে।